টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ৫০ জনের মাঝে সনদ বিতরণ

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৪:১০
ছবি : বাসস

টাঙ্গাইল, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : দেশের ৪৮ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলার ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্পের আওতায় আজ রোববার দুপুরে শহরের সাবালিয়ায় লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কার্যালয়ে এ সনদ বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম।

ইলার্নিং এন্ড আর্নিং লিমিটেড জেলার কো-অর্ডিনেটর মো. জুয়েল রানার  সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, ট্রেইনার (ডিজিটাল মার্কেটিং) অমিত মন্ডল, (ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন) ট্রেইনার মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় খাত। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন ডিজিটাল স্কিল এখন ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি করছে।

সভা শেষে  অতিথিরা ৩ মাসের  প্রশিক্ষণপ্রাপ্ত দ্বিতীয় ব্যাচের ৫০ জন প্রশিক্ষণার্থী হাতে সনদ এবং ৬ জন টপ ফ্রিল্যান্স আর্ন অর্জনকারীর হাতে ক্রেস্ট প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অগ্নিকাণ্ডের পর পুনরায় খুলে দেওয়া হল স্পেনের ঐতিহাসিক মসজিদ ক্যাথেড্রাল
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ আমলে নিয়েছেন ট্র্যাইব্যুনাল
ভয়াবহ ধসের পর চিলির তামার খনি পুনরায় কার্যক্রম শুরু করবে
লেবাননে হিজবুল্লাহর অবস্থানে বিস্ফোরণে ৬ সৈন্য নিহত
বাগেরহাটে টিসিবি’র পণ্য বিক্রি শুরু
গাজায় যুদ্ধ সম্প্রসারণের বিরুদ্ধে তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক 
কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
১০