চাঁপাইনবাবগঞ্জ, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
আজ বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মুন্টু, সাবেক সভাপতি শহিদুল হোদা অলক, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে নয়, গণমাধ্যমের স্বাধীনতাকে আঘাত করেছে। এ হত্যাকাণ্ডের পেছনে থাকা সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর হয়রানি, মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধেরও আহ্বান জানান তারা।
নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও করার সময় চন্দনা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।