লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলায় প্রধান আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৫:১৯

লালমনিরহাট, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : লালমনিরহাট সদরে সাংবাদিক হেলাল হোসেন কবিরের ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. সোহরাব আলী মহেন্দ্রনগর ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে।

এর আগে শনিবার রাত আটটার দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের মকরা এলাকায় হামলার শিকার হন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির ও তার মা ছামছুন্নাহার বেগম লুসি। বর্তমানে তারা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

অভিযোগ সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের জন্য বাড়ি থেকে বের হলে পূর্বশত্রুতার জেরে ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত হেলাল হোসেনকে ধরে নিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তার পকেট থেকে ১৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। সাংবাদিককে বাঁচাতে গেলে তার মাকেও মারধর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এজাহারে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে তিনি জিডি করেছিলেন। 

সদর থানার ওসি মো. নূরনবী জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অক্টোবরে অভিষেকের জন্য প্রস্তুত আফগান নারী শরণার্থী ফুটবল দল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৪ কর্মী গ্রেফতার, ১৪টি ককটেল উদ্ধার 
ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সাংবাদিকদের অধিকার আদায়ে আমৃত্যু লড়াই করেছেন রুহুল আমিন গাজী
বান্দরবানে বিজিবি’র শিক্ষা সামগ্রী ও মন্দিরে অনুদান প্রদান 
তাপসকে ফোনে হাসিনা : আমি বলছি যা যা পোড়াতে... ও সেতু ভবন পোড়াইছে
ইনুকে ফোনে হাসিনা: হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কম খরচে বাংলাদেশি কর্মী নিতে মালয়েশিয়ার নিয়োগদাতাদের প্রতি বোয়েসেলের আহ্বান
১০