লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলায় প্রধান আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৫:১৯

লালমনিরহাট, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : লালমনিরহাট সদরে সাংবাদিক হেলাল হোসেন কবিরের ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. সোহরাব আলী মহেন্দ্রনগর ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে।

এর আগে শনিবার রাত আটটার দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের মকরা এলাকায় হামলার শিকার হন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির ও তার মা ছামছুন্নাহার বেগম লুসি। বর্তমানে তারা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

অভিযোগ সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের জন্য বাড়ি থেকে বের হলে পূর্বশত্রুতার জেরে ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত হেলাল হোসেনকে ধরে নিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তার পকেট থেকে ১৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। সাংবাদিককে বাঁচাতে গেলে তার মাকেও মারধর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এজাহারে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে তিনি জিডি করেছিলেন। 

সদর থানার ওসি মো. নূরনবী জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা থেকে আরও চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস : ইসরাইল
শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে মাগুরা জেলা প্রশাসন
সিরাজগঞ্জে আন্না রানী দাস হত্যায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই : বাংলাফ্যাক্ট
মিরপুরে অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে জামায়াত আমির
নারী ক্রিকেট দলকে নিয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল
৩৬ বছর পর চাকসু নির্বাচন আজ
রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
পাচারকালে সুনামগঞ্জের তরুণীকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব
১০