রংপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৪র্থ বর্ষপূর্তি পালন

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৫:৪৩
মালিকানা প্রতিষ্ঠা করবো’ স্লোগানের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৪র্থ বর্ষপূর্তি পালন। ছবি : বাসস

রংপুর, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করবো’ স্লোগানের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন শনিবার বিকেলে রংপুর শহরে প্রতিষ্ঠার চতুর্থ বার্ষিকী উদযাপন করেছে।

সংগঠনের রংপুর জেলা ইউনিট সুমি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে রংপুর জেলা ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক চিনু কবির সভাপতিত্ব করেন। সভার সঞ্চালনা করেন আয়োজক কনক রহমান ।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা ও রংপুর বিভাগের সমন্বয়কারী অ্যাডভোকেট রায়হান কবির অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন, গণ সংহতি আন্দোলনের রংপুর জেলা সমন্বয়কারী তৌহিদুর রহমান, নাগরিক ঐক্যের রংপুর জেলা আহ্বায়ক মাহি আজাদ, জেএসডি রংপুর মহানগর সাধারণ সম্পাদক এবিএম মসিউর রহমান, গণ অধিকার পরিষদের রংপুর জেলা আয়োজক আশিকুর রহমান এবং নারী নেত্রী ও সংগঠক লিপি দেবগুপ্ত, নাফিদা নওরীন ও ওয়াসিফা জামান আদ্রি।

রায়হান কবির বলেন, রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্য হল জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং দেশের সম্পদের পূর্ণ মালিকানা নিশ্চিত করা।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান শাসনব্যবস্থা সাধারণ মানুষের ক্ষমতায় অংশগ্রহণ সীমিত করে, তাই সংবিধান ও প্রতিষ্ঠান সংস্কারের প্রয়োজন।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্রকে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণ কেন্দ্রিক করতে সুশাসন এবং ন্যায়সঙ্গত অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি, মানুষের রাজনৈতিক সচেতনতাও বাড়াতে হবে। 

তারা জানান, আগামী দিনে কর্মী ও সংগঠনের সক্ষমতা ও জনগণের অংশগ্রহণ বাড়াতে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের পক্ষে জনমত গড়ে তুলতে আরও কর্মসূচি নেওয়া হবে।

নারী নেত্রী লিপি দেবগুপ্ত, নাফিদা নওরীন ও ওয়াসিফা জামান আদ্রি নারীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

লিপি দেবগুপ্ত বলেন, রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের প্রক্রিয়ায় নারীর সমঅধিকার নিশ্চিত করতে হবে।

অধ্যাপক চিনু কবির রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও দেশের ভবিষ্যৎ গড়ার জন্য সকলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, যদি মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রের মালিকানা ও ক্ষমতা পুনঃস্থাপন করতে পারে, তাহলে সমতা ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গড়া সম্ভব হবে।

কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০