টাঙ্গাইল, ১০ আগস্ট ২০২৫ (বাসস) : টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।
সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুছ সাকিব, পৌরসভার সিইও আনিসুর রহমান, জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ প্রমুখ।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয়, বাল্য বিয়ে রোধ এবং শহরের যানযট নিরসনকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।