শেরপুর, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টায় শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুর এলাকায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জিএম আজফার বাবুল, মনিরুজ্জামান রিপন, সুলতান আহমেদ ময়না, নাঈম ইসলাম, জাহিদুল হক মনির প্রমুখ।
মানববন্ধনে জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।