চট্টগ্রাম, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ নিজাম সিকদার (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) রাত আনুমানিক ৪টার দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নিজাম সিকদার উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনা এলাকার আক্তার কামাল সিকদারের ছেলে এবং বড়হাতিয়ার কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত তৌহিদ গ্রুপের একজন সক্রিয় সদস্য।
অভিযান পরিচালনাকারী কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রূপক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়হাতিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে নিজাম সিকদার নামের এক আসামিকে আটক করা হয়। পরবর্তীতে আসামির নিজ বাড়ি থেকে তিনটি দেশীয় তৈরি অস্ত্র এলজি, একটি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড এ্যামুনেশন, ৫ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা, ১৯ পিচ ইয়াবা এবং ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, ইয়াবা ও অন্যান্য সরঞ্জামসহ আসামিকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।