ঝালকাঠি, ১০ আগষ্ট ২০২৫ (বাসস) : জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ দমনে কার্যকর করণীয় নির্ধারণে ঝালকাঠি জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নিরাপত্তা জোরদার, অপরাধ দমন ও বিচার কার্যক্রমে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির'সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা।
সভায় বক্তারা বলেন, জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ সবচেয়ে বেশি প্রয়োজন। অপরাধ দমনে সব সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রশাসনের সঙ্গে জনগণের আস্থা ও অংশগ্রহণ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।