পিবিপ্রবি'র দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:৫৫
রোববার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

পিরোজপুর, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত স্নাতক (সম্মান) দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১ টায় স্থানীয় একটি অডিটরিয়ামে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এতে সভাপতিত্ব করেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো.শহীদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য শোক প্রকাশ এবং তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানান।

এ অনুষ্ঠানে বক্তব্য দেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আনিসুর রহমান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. কামাল হোসেন, পিবিপ্রবির পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও অস্থায়ী ছাত্র হলের প্রভোস্ট ড. এম. এম. আয়ুব হুসাইন, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা প্রমুখ।

এছাড়া নবীনদের স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে পরিসংখ্যান বিভাগের আসিফ আকতার, সাইকোলজি বিভাগের নুসরাত জাহান রূপা এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগের সামিউল হায়দার বক্তব্য দেন।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুররুহয়। 

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় অবৈধভাবে সার মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা 
১০০ টাকার নতুন নোট বাজারে আসছে ১২ আগস্ট
কক্সবাজারে ৯ বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিতের নির্দেশ হাইকোর্টের 
আইনজীবী হত্যা মামলায় বাহার-সূচনাসহ ৩৫ জনের নামে চার্জশিট দাখিল
পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষাখাতে ৫ শতাংশ করে ব্যয় করা হবে: আমীর খসরু
চট্টগ্রামে এসএসসিতে পাস আরো ৬৪, জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন
মালয়েশিয়ার কাছে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে সহযোগিতা চাইবে বাংলাদেশ: প্রেস সচিব
পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার
এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নে সিলেটে পাস ৩০ জন, জিপিএ ৫ বেড়েছে ২২
১০