নওগাঁ, ১০ আগস্ট ২০২৫ (বাসস): গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদ করা হয়েছে নওগাঁয়।
প্রতিবাদ হিসেবে আজ রোববার বিকেলে রাণীনগরে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।
উপজেলায় কর্মরত পেশাজীবী সাংবাদিকবৃন্দদের ব্যানারে উপজেলা পরিষদের গেটের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা প্রেসক্লাবের সদস্য রহিদুল ইসলাম।
এসময় বক্তব্য দেন সাংবাদিক সাইফুল ইসলাম, ওহেদুল ইসলাম মিলন, আব্দুর রউফ রিপন, সাহাজুল ইসলাম, সুকুমল কুমার প্রামানিক, মামুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, কাজী রহমান প্রমুখ।
বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।