সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৮:২১
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে রোববার বগুড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। ছবি : বাসস

বগুড়া, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। 

আজ দুপুরে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। 

জেলার প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শহরের জিরোপয়েন্ট সাতমাথায় মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস। 

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় মানবন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ট্রাইব্যুনালে স্বল্পতম সময়ে বিচারের দাবি জানান। 

মানববন্ধন বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারন সম্পাদক কালাম আজাদ, দৈনিক সাতমাথা’র সম্পাদক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদী, ইনকিলাবের উত্তরাঞ্চল প্রধান মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বিএনপি নেতা মাহবুবুর রহমান হারেজ, নয়াদিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ। 

এছাড়া বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, সাবেক সাধারণ সম্পাদক এফ শাহজাহান, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, নির্বাহী সদস্য সাহেদুজ্জামান সিরাজ বিজয়, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মুসা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেরুল সুজন, বগুড়া টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সভাপতি হাকিম রুমন, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাজেদুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন
এ জে মোহাম্মদ আলীর অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে : প্রধান বিচারপতি
সারা দেশে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কারাদণ্ড, জরিমানা আদায় ও জব্দ
প্রথম আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের অভিজ্ঞতা সুখকর নয় : বিডা’র নির্বাহী চেয়ারম্যান
দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার: প্রেস সচিব
নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
চাঁনখারপুলে ৬ হত্যা: ট্রাইব্যুনালে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন পিছিয়েছে
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা 
খুলনায় অবৈধভাবে সার মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা 
১০০ টাকার নতুন নোট বাজারে আসছে ১২ আগস্ট
১০