নওগাঁ, ১০ আগস্ট ২০২৫ (বাসস) : দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল সোমবার নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচন শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক এই তিনটি পদে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন করা হবে। এ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থিত নওগাঁ কনভেনশন সেন্টারে ১১টি উপজেলা ও ৩টি পৌরসভা কমিটির কাউন্সিলররা ভোট দিবেন। দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নওগাঁ জেলা বিএনপির সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, সর্বশেষ ২০১০ সালে নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মামুনুর রহমান রিপন। ২০১৫ সালে ওই কমিটি বিলুপ্ত করা হয়। সর্বশেষ ২০২২ সালে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছে।
এ সম্মেলনে সভাপতি পদে ৮জন, সাধারণ সম্পাদক পদে ৪জন এবং সাংগঠনিক সম্পাদকের দুটি পদের জন্য ৮জন প্রতিদ্বন্দিতা করছেন। তিনি আরো বলেন, এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দিবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান এতে বক্তব্য দিবেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সম্মেলনের উদ্বোধন করবেন।
নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে আরো উপস্থিত থাকবেন, রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন প্রমুখ।
সভাপতি পদে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, নওগাঁ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস শুকুর, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এসএম মামুনুর রহমান ও জেলা বিএনপির সাবেক সদস্য এবিএম আমিনুর রহমানের প্রতিদ্বন্দিতা করছেন।
সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু ও আমিনুল ইসলাম বেলাল।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শফিউল আজম রানা, নূর-ই আলম মিঠু, ফরিদুজ্জামান, খায়রুল আলম, শবনম মোস্তারী কলি, সুলতান মামুনুর রশিদ, কামরুজ্জামান কামাল ও জহুরুল হক।