‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে সেমিনার

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৯:০২
ছবি: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তর

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী নারীবাদী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেস্কোর ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ -এ অন্তর্ভুক্ত হওয়া উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত সেমিনারে ১৯০৫ সালে লেখা এই বইটির প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করা হয়। 

সেমিনারে বক্তারা বইটির মাধ্যমে বেগম রোকেয়া নারীশাসিত এমন একটা আদর্শ ‘নারীল্যান্ড’ এর স্বপ্ন দেখেছিলেন। যেখানে নারীর নেতৃত্ব, সমতা, শান্তি ও অগ্রগতি নিশ্চিত করা হয়েছিল বলে উল্লেখ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফৌজিয়া মান্নান।

সেমিনারে বক্তারা বলেন, ‘সুলতানার স্বপ্ন’ লেখার ১২০ বছর পরও আমাদের সমাজে নারীরা বহু চ্যালেঞ্জের সম্মুখীন। বাল্যবিবাহ, ক্ষমতায়নের অভাব, সম্পত্তিতে সীমিত অধিকার, এবং রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বল্প অংশগ্রহণ নারীদের এখনও প্রান্তিক করে রেখেছে।’ 

রোকেয়ার স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই বৈষম্যগুলো দূর করতে বক্তারা নারীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান জানান। 

তারা আরও বলেন, এসব ক্ষেত্রে জ্ঞান অর্জন করলে নারীরা নেতৃত্বস্থানীয় পদে আসীন হতে পারবে এবং  উন্নয়নে অর্থবহ অবদান রাখতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্রান্সে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এনেছে দমকলকর্মীরা
খিলক্ষেতে চাঁদাবাজ ‘ফরমা রনি’ আটক
সাংবাদিক তুহিন হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন
হেফাজতে মৃত্যু: জনি হত্যায় পুলিশের কারাদণ্ড ও ক্ষতিপূরণের রায়
টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মানী প্রদান
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
লক্ষ্মীপুরে গ্রাম পুলিশ সদস্যদের সমাবেশ
শিক্ষার্থী খালিদ হত্যা: সাবেক এমপি সোলাইমান সেলিম ফের রিমান্ডে
লক্ষ্মীপুরে ২৩ মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ধারাবাহিক অভিযানে জরিমানা আদায় ও সংযোগ বিচ্ছিন্ন
১০