বিশ্ববিদ্যালয়ের স্বাধীন জীবনে শিক্ষার্থীদের নিজের দায়িত্ব নিজেদেরই নিতে হবে- ঢাবি উপাচার্য

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৯:০২ আপডেট: : ১০ আগস্ট ২০২৫, ১৯:১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ টিএসসি মিলনায়তনে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫(বাসস):  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, উচ্চশিক্ষার এই পর্যায়ে শিক্ষার্থীদের অনেক স্বাধীনতা থাকে।

তিনি বলেন, এই স্বাধীনতার সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের নিজের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের স্বাধীন জীবনে ভাল-মন্দ উভয় দিকই আছে। শিক্ষার্থীদের শুধু ভালো দিকগুলোই বেছে নিতে হবে।

ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ও চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহ এবং বিভিন্ন ইনস্টিটিউটের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নবীন শিক্ষার্থীদের পক্ষে অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগের ফারহা তাসফিন ইলমা, শিল্পকলার ইতিহাস বিভাগের তাসফিয়াহ তাসনিম এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের নাজিয়া ইসলাম বক্তৃতা করেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করে বলেন, নেটওয়ার্কিং-এর যুগে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বন্ধু, বান্ধব, শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে শিক্ষার্থীদের নেটওয়ার্ক তৈরি করতে হবে।

তিনি বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি তাদের বিতর্ক, উপস্থিত বক্তৃতা, ক্রীড়া ও সাংগঠনিক কাজে পারদর্শী হতে হবে। অন্তত একটি বিদেশি ভাষা শেখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের প্রতিটি সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে প্রস্তুত হতে হবে। দক্ষ মানবসম্পদের জন্য পৃথিবীর সর্বত্রই কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পরিচিতি এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে নবীন শিক্ষার্থীদের অবহিত করার লক্ষ্যে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর প্রতিবছর এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে। 

আজকের পরিচিতি সভায় দু’টি অনুষদসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।             

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০