চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৯:১৯
তিন প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

চাঁদপুর, ১০ আগস্ট ২০২৫ (বাসস): চাঁদপুরে খাবার তৈরির তিন কারখানা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই এর মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ছাড়াই বিক্রয়-বিতরণ করা এবং মোড়কে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় তাদের জরিমানা করা হয়।

আজ রোববার দুপুরে শহরের পুরাণ বাজার এলাকায় চাঁদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা কার্যালয় এ যৌথ অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক এবং মো. আনিসুর রহমান।

বিকেলে বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএসটিআই আইন না মানায় শহরের পুরাণ বাজার মেরকাটিজ রোডের মেসার্স সিটি ফুড প্রোডাক্ট মালিককে ১০ হাজার টাকা, লোহারপুল মেসার্স আদি মিষ্টি মেলার মালিককে ২ হাজার টাকা এবং রয়েজ রোড এলাকার মেসার্স পাঁচতারা ফুড প্রোডাক্ট মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।

জনস্বার্থে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তা আমিনুল ইসলাম শাকিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০