চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৯:১৯
তিন প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

চাঁদপুর, ১০ আগস্ট ২০২৫ (বাসস): চাঁদপুরে খাবার তৈরির তিন কারখানা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই এর মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ছাড়াই বিক্রয়-বিতরণ করা এবং মোড়কে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় তাদের জরিমানা করা হয়।

আজ রোববার দুপুরে শহরের পুরাণ বাজার এলাকায় চাঁদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা কার্যালয় এ যৌথ অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক এবং মো. আনিসুর রহমান।

বিকেলে বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএসটিআই আইন না মানায় শহরের পুরাণ বাজার মেরকাটিজ রোডের মেসার্স সিটি ফুড প্রোডাক্ট মালিককে ১০ হাজার টাকা, লোহারপুল মেসার্স আদি মিষ্টি মেলার মালিককে ২ হাজার টাকা এবং রয়েজ রোড এলাকার মেসার্স পাঁচতারা ফুড প্রোডাক্ট মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।

জনস্বার্থে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তা আমিনুল ইসলাম শাকিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে ভারী বৃষ্টিপাতের পর কয়েকজন নিখোঁজ হওয়ায় লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান
একটি থানার অস্ত্র সংক্রান্ত ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে প্রবন্ধ পাঠানোর নির্দেশ
সারাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনে বর্ষসেরা পটুয়াখালীর দুমকী উপজেলা
নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের সাথে কেন্দ্রীয় নেতৃত্বের মতবিনিময় সভা
জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে ভূয়া ফটোকার্ড সনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় সিদ্ধিরগঞ্জ বিএনপি’র দুই নেতা বহিষ্কার
ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংগঠনের জরুরি নির্দেশনা
তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত ২৯
গাজায় ইসরাইলি হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত
১০