এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নে সিলেটে পাস ৩০ জন, জিপিএ ৫ বেড়েছে ২২

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৯:৩৭
ফাইল ছবি

সিলেট, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের অধীন এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় প্রকাশিত ফলাফলে ২২১ জনের খাতায় পরিবর্তন এসেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২২ শিক্ষার্থী। অকৃতকার্য ৩০ জন উত্তীর্ণ হয়েছেন। এই নিয়ে কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ৭০ হাজার ১২১ জন।

সিলেট শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহম্মদ বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার ১৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী তাদের ৩৪ হাজার ৯২০ বিষয়ে ফল পুনঃনিরীক্ষণে আবেদন করেছেন। এর মধ্যে ২২১ বিষয়ে পরিবর্তন এসেছে।

পুনঃনিরীক্ষণে নতুন করে ৩০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় মোট পাসের সংখ্যা এখন ৭০ হাজার ১২১ জন।

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. তরিকুল ইসলাম জানান, পুনঃনিরীক্ষণ মানে একজন শিক্ষার্থীর খাতা নতুন করে মূল্যায়ন নয়। এখানে উত্তরপত্রের চারটি বিষয় খতিয়ে দেখা হয়— এগুলো হলো, সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা সঠিক আছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে সঠিকভাবে উঠেছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ঠিকভাবে পূরণ করা হয়েছে কি না। এই চারটি জায়গায় কোনো ভুল পাওয়া গেলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, গত ১০ জুলাই ঘোষিত মূল ফলাফলে সিলেট বোর্ডের অধীনে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ হাজার ৯১ জন পাস করেছিল। পুনঃনিরীক্ষণে নতুন করে ৩০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় মোট পাসের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ১২১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০