সাতক্ষীরা, ১০ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত এ সভায় জেলার আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা মহিলাদলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
এ সময় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম , মাদকদ্রব্য ও চোরাচালান, জলাবদ্ধতা নিরসন, অনলাইন জুয়া এবং মানবপাচার প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহন করা হয়। একই সাথে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাজারমনিটরিংসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।