শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:৪১

হবিগঞ্জ, ১১ আগস্ট ২০২৫( বাসস):জেলার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল রবিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন (২৩) হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের ইলিয়াছ মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-থ-১১-৫৭৩৫ নম্বরের একটি সিএনজি চালিত অটোরিকশা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে জগতপুর এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যাত্রী মনির হোসেন মারা যান।

এ ঘটনায় সিলেটের কাশটুলা এলাকার তাহির মিয়ার কন্যা রুমানা বেগম (১৮) ও আব্দুল হকের পুত্র আরিফুল হক (২৪) গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে রুমানা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই  কাউছার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা 
নওগাঁয় বিএনপি’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কালীগঞ্জে ৩শ’ কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ
বাংলাদেশে নতুন মার্কিন দূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন ট্রাম্পের
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ২২শ' চারা বিতরণ
ঝিনাইদহে সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা
বান্দরবানে বম পার্টির ঘাঁটিতে সেনা অভিযান
বর্ষাকালীন তরমুজ চাষ দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে
বৈষম্য বিরোধী আন্দোলন: আনিসুল-কামরুলসহ ২২ জনের ভার্চুয়ালি হাজিরা
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হচ্ছে
১০