শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:৪১

হবিগঞ্জ, ১১ আগস্ট ২০২৫( বাসস):জেলার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল রবিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন (২৩) হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের ইলিয়াছ মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-থ-১১-৫৭৩৫ নম্বরের একটি সিএনজি চালিত অটোরিকশা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে জগতপুর এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যাত্রী মনির হোসেন মারা যান।

এ ঘটনায় সিলেটের কাশটুলা এলাকার তাহির মিয়ার কন্যা রুমানা বেগম (১৮) ও আব্দুল হকের পুত্র আরিফুল হক (২৪) গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে রুমানা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই  কাউছার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন
জবির মার্কেটিং বিভাগে আত্ম-উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০