গাজায় ইসরাইলি হামলায় আল-জাজিরার তাঁবুতে ৬ সাংবাদিক নিহত

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ আপডেট: : ১১ আগস্ট ২০২৫, ১৮:৪১

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস): ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আল-জাজিরার তাঁবুতে ছয় সাংবাদিক নিহত হয়েছেন। আজ সোমবার আল-শিফা হাসপাতালের পরিচালক জানান, একজন ফ্রিল্যান্স সাংবাদিকের মৃত্যুতে আল-জাজিরার তাঁবুতে নিহতের সংখ্যা ছয় জনে পৌঁছেছে।

গতকাল রোববার আল-জাজিরা জানায়, গাজা সিটিতে তাদের তাঁবুতে ইসরাইলি বাহিনীর হামলায় মোট পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে খ্যাতিমান সাংবাদিক আনাস আল-শরিফ রয়েছেন।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের সঙ্গে যুক্ত আনাস আল-শরিফকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আনাস নিজেকে সাংবাদিক দাবি করতেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আল-শিফা হাসপাতালের সামনে আল-জাজিরার কর্মীদের লক্ষ্য করে চালানো বিমান হামলায় আহত আলোকচিত্রী মোহাম্মদ আল-খালদি সোমবার সকালে মারা গেছেন।’

আল শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া আজ নিশ্চিত করেছেন, গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন খালদি আজ মারা গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক নিহতের সংখ্যা ছয় জন হলো।

খালদি ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক এবং মাঝে মাঝে স্থানীয় গণমাধ্যমের সঙ্গেও কাজ করেছেন।

রিপোর্টর্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে সাংবাদিকদের ওপর রোববারের হামলাটি সর্বশেষ। চলমান এই সংঘাতে প্রায় ২০০ গণমাধ্যমকর্মী নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা 
নওগাঁয় বিএনপি’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কালীগঞ্জে ৩শ’ কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ
বাংলাদেশে নতুন মার্কিন দূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন ট্রাম্পের
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ২২শ' চারা বিতরণ
ঝিনাইদহে সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা
বান্দরবানে বম পার্টির ঘাঁটিতে সেনা অভিযান
বর্ষাকালীন তরমুজ চাষ দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে
বৈষম্য বিরোধী আন্দোলন: আনিসুল-কামরুলসহ ২২ জনের ভার্চুয়ালি হাজিরা
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হচ্ছে
১০