তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত ২৯

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ আপডেট: : ১১ আগস্ট ২০২৫, ১৩:২৯

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) :  পশ্চিম তুরস্কের সিন্দিরগিতে  গতকাল রোববার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত একজন নিহত ও ২৯ জন আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) এ তথ্য জানিয়েছে। 

আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইস্তাম্বুল এবং পর্যটন কেন্দ্র ইজমিরসহ দেশটির পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। 

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিন্দিরগি শহর। 

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, সিন্দিরগিতে ধসে পড়া এক ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার পরপরই ৮১ বছর বয়সী একজনের মৃত্যু হয়। তিনি আরো বলেন, ভূমিকম্পে ২৯ জন আহত হয়েছেন।

ভূমিকম্পে সিন্দিরগি এবং এর আশেপাশের এলাকায় ১৬টি ভবন ধসে পড়েছে। যার মধ্যে চারটিতে জনবসতি ছিল। যার মধ্যে শহরের কেন্দ্রস্থলে একটি তিন তলা ভবনও রয়েছে।

তিন তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই ভবনে ছয়জন বসবাস করতেন। নিহত ব্যক্তিকে উদ্ধার করার আগে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল।

এর আগে, মেয়র সেরকান সাক তুরস্কের বেসরকারি চ্যানেল এনটিভিকে বলেছিলেন, ‘ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। ‘আরো দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।’
এএফএডি জানিয়েছে, প্রায় ৩১৯ জনের একটি প্রাথমিক উদ্ধারকারী দলকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে।

এএফএডি’র তথ্য অনুসারে, ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৫৩ মিনিটে (১৬৫৩ জিএমটি) আঘাত হানে। 

যার মধ্যে ৩ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৬ মাত্রার প্রায় ২০টি আফটারশক অনুভূত হয়।

তুরস্ক বেশ কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইন কর্তৃক আচ্ছন্ন যা পূর্বে দেশে বিপর্যয় সৃষ্টি করেছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পশ্চিমে একটি ভূমিকম্পে কমপক্ষে ৫৩ হাজার মানুষ নিহত হয় এবং প্রাচীন শহর অ্যান্টিওকের আন্তাকিয়া ধ্বংস হয়ে যায়।

জুলাইয়ের শুরুতে, একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্পে একজনের মৃত্যু এবং ৬৯ জন আহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা 
নওগাঁয় বিএনপি’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কালীগঞ্জে ৩শ’ কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ
বাংলাদেশে নতুন মার্কিন দূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন ট্রাম্পের
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ২২শ' চারা বিতরণ
ঝিনাইদহে সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা
বান্দরবানে বম পার্টির ঘাঁটিতে সেনা অভিযান
বর্ষাকালীন তরমুজ চাষ দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে
বৈষম্য বিরোধী আন্দোলন: আনিসুল-কামরুলসহ ২২ জনের ভার্চুয়ালি হাজিরা
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হচ্ছে
১০