বাকৃবিতে নিরাপদ ফসল উৎপাদনে জৈব বালাইনাশক বিষয়ে ৪ দিনব্যাপী কর্মশালা শুরু

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৩:০৭
বাকৃবিতে জৈব বালাইনাশক বিষয়ে ৪ দিনব্যাপী কর্মশালা শুরু । ছবি : বাসস

ময়মনসিংহ, ১১ আগস্ট ২০২৫ (বাসস) : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিরাপদ ফসল উৎপাদনে জৈব বালাইনাশক, উৎপাদন ও প্রয়োগ বিষয়ে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের প্রশিক্ষণ রুমে ওই কর্মশালা শুরু হয়। 

এ কর্মশালার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান। 

ময়মনসিংহ সদরের বিভিন্ন উপজেলার বালাই ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ে জড়িত, ডিলার, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং শিক্ষার্থীসহ ২০ জন অংশগ্রহণ করেন। 

'এশিয়ায় প্রকৃতি-ভিত্তিক সমাধান (এনবিএস) এর মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি গড়ে তুলতে সরকারি অংশীদার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি' শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাসুম আহমেদ, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসাইন এবং প্রকল্পের প্রধান গবেষক কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

উদ্বোধনকালে ড. জি.এম. মুজিবুর রহমান বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদন নিশ্চিতে জৈব বালাইনাশকের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক বালাইনাশকের অতিরিক্ত ব্যবহার শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি সৃষ্টি করে। তাই এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা কৃষকদের সঠিক জ্ঞান ও প্রযুক্তি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও কৃষির উন্নয়নে গবেষণা, প্রশিক্ষণ ও সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রকল্পের প্রধান গবেষক ও প্রশিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, জৈব বালাইনাশক পরিবেশবান্ধব, অবশিষ্ট বিহীন এবং ফসলের জন্য নিরাপদ একটি সমাধান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের পোর্ট এন্ড শিপিং কমিটির প্রথম সভা
গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সারসহ দুইজন চারদিনের রিমান্ডে
হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ৬ মামলার রায় নভেম্বরে : দুদক চেয়ারম্যান
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে : র‌্যাব মহাপরিচালক
মিরপুরে নারিকেল গাছে আটকে পড়া বিড়াল ৪৮ ঘণ্টা পরে উদ্ধার
রেলওয়ে পুলিশের সকল থানায় কাল থেকে অনলাইন জিডি চালু 
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা
ফেনীতে বেড়েছে পুজামণ্ডপ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক
১০