শরীয়তপুরে পাঁচ দিনব্যাপী দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৩:২৩
আজ এসডিএস ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা প্রশাসক তাহসিনা বেগম। ছবি :বাসস

শরীয়তপুর, ১১ আগস্ট ২০২৫ (বাসস): শরীয়তপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ‘ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম’ (ইউডিআরটি) প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। 

রেড ক্রিসেন্ট যুব (আরসিওয়াই) স্বেচ্ছাসেবকদের দুর্যোগ মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার সকালে সদর উপজেলার এসডিএস ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা প্রশাসক তাহসিনা বেগম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর ইউএনও ইলোরা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, সেক্রেটারি আবুল হোসেন সরদার, সদস্য এডভোকেট ফিরোজ মুন্সি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শরীয়তপুর ইউনিটের আয়োজনে এবং ব্রিটিশ রেড ক্রসের সহায়তায় (ক্যাশ রেডিনেস প্রজেক্ট ফান্ড) এই প্রশিক্ষণ ১৪ আগস্ট পর্যন্ত চলবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের জরুরি উদ্ধার তৎপরতা, প্রাথমিক চিকিৎসা, ক্ষয়ক্ষতি মূল্যায়ন, এবং মানবিক সহায়তা প্রদানের দক্ষতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

অতিথিরা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ধরে রেখেছে শতভাগ পাসের সফলতা
চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী: চিফ প্রসিকিউটর
আইসিসির মাস সেরা অভিষেক ও মান্ধানা
ওনিয়ন ব্লোয়ার মেশিন ব্যবহারে ফরিদপুরে পেঁয়াজের ঘাটতি মিটবে শতভাগ
বিএফআইইউ সাবেক প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজের ১২৩ শিক্ষার্থীর সংযুক্তির আদেশ বাতিল
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ
সেমিফাইনালে থামলেন জারিফ, দ্বৈতে চ্যাম্পিয়ন ভারতীয় জুটি
সিলেটে এইচএসসিতে পাসের হার ৫১.৮৬ শতাংশ
বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সূচি ঘোষণা করল বিসিবি
১০