শরীয়তপুরে পাঁচ দিনব্যাপী দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৩:২৩
আজ এসডিএস ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা প্রশাসক তাহসিনা বেগম। ছবি :বাসস

শরীয়তপুর, ১১ আগস্ট ২০২৫ (বাসস): শরীয়তপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ‘ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম’ (ইউডিআরটি) প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। 

রেড ক্রিসেন্ট যুব (আরসিওয়াই) স্বেচ্ছাসেবকদের দুর্যোগ মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার সকালে সদর উপজেলার এসডিএস ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা প্রশাসক তাহসিনা বেগম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর ইউএনও ইলোরা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, সেক্রেটারি আবুল হোসেন সরদার, সদস্য এডভোকেট ফিরোজ মুন্সি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শরীয়তপুর ইউনিটের আয়োজনে এবং ব্রিটিশ রেড ক্রসের সহায়তায় (ক্যাশ রেডিনেস প্রজেক্ট ফান্ড) এই প্রশিক্ষণ ১৪ আগস্ট পর্যন্ত চলবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের জরুরি উদ্ধার তৎপরতা, প্রাথমিক চিকিৎসা, ক্ষয়ক্ষতি মূল্যায়ন, এবং মানবিক সহায়তা প্রদানের দক্ষতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

অতিথিরা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন
জবির মার্কেটিং বিভাগে আত্ম-উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০