ফেনী, ১১ আগস্ট ২০২৫ (বাসস): ফেনীতে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আজ সোমবার সকালে ফেনী শহর শাখার আয়োজনে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এ অনুষ্ঠান হয়। এসএসসি ২০২৫ সালে জিপিএ ৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
শহর সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ এইচ এম আবু মূসা। প্রধান আলোচক ছিলেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান।
শহর সেক্রেটারি শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল, ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল ও সাবেক শহর সভাপতি নাজমুস সাকিব।