কুমিল্লায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৩:৫৮
জেলার সকল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ছবি : বাসস

কুমিল্লা, ১১ আগস্ট ২০২৫ (বাসস) : “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে জেলার সকল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

আজ কুমিল্লা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি কুমিল্লা রেঞ্জের পরিচালক মো. মাহবুবুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ অভিযান আগামী সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলবে। ফলজ, বনজ ওষুধি গাছের চারা রোপণ করা হবে। 

এ অভিযানের অংশ হিসেবে জেলার সকল উপজেলায় এবং সদর দক্ষিণ ও লালমাই উপজেলার দুটি ক্লাবে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি সকল আনসার ও ভিডিপি সদস্যকে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।

তিনি বলেন, “এই উদ্যোগের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীববৈচিত্র্যও রক্ষা পাবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০