কুমিল্লা, ১১ আগস্ট ২০২৫ (বাসস) : “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে জেলার সকল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ কুমিল্লা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি কুমিল্লা রেঞ্জের পরিচালক মো. মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ অভিযান আগামী সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলবে। ফলজ, বনজ ওষুধি গাছের চারা রোপণ করা হবে।
এ অভিযানের অংশ হিসেবে জেলার সকল উপজেলায় এবং সদর দক্ষিণ ও লালমাই উপজেলার দুটি ক্লাবে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি সকল আনসার ও ভিডিপি সদস্যকে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।
তিনি বলেন, “এই উদ্যোগের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীববৈচিত্র্যও রক্ষা পাবে।”