কুমিল্লায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৩:৫৮
জেলার সকল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ছবি : বাসস

কুমিল্লা, ১১ আগস্ট ২০২৫ (বাসস) : “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে জেলার সকল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

আজ কুমিল্লা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি কুমিল্লা রেঞ্জের পরিচালক মো. মাহবুবুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ অভিযান আগামী সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলবে। ফলজ, বনজ ওষুধি গাছের চারা রোপণ করা হবে। 

এ অভিযানের অংশ হিসেবে জেলার সকল উপজেলায় এবং সদর দক্ষিণ ও লালমাই উপজেলার দুটি ক্লাবে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি সকল আনসার ও ভিডিপি সদস্যকে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।

তিনি বলেন, “এই উদ্যোগের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীববৈচিত্র্যও রক্ষা পাবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অস্ট্রেলিয়ার লক্ষ্য হ্যাটট্রিক সিরিজ জয়: দক্ষিণ আফ্রিকা চায় সমতা
নগরবাসীর ট্যাক্স ও বিল পরিশোধে ডিএসসিসি-বিকাশ সমঝোতা স্মারকের অনুমোদন
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও সম্মাননা প্রদান
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান দুদক চেয়ারম্যানের
ছয় বছর পর পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
আবারও ওয়ানডে র‌্যাংকিংয়ের দশম স্থানে বাংলাদেশ
চায়না লেসো গ্রুপের ৩২.৭৭২ মিলিয়ন ডলার বিনিয়োগ: বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি হস্তান্তর 
রাজবাড়ীর পদ্মা নদীতে পানি বৃদ্ধি, ভাঙন অব্যাহত
যুব দিবসে ৪৭ কোটি টাকা যুব ঋণ প্রদান করা হবে
যুব দিবস উপলক্ষে পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযান
১০