কুমিল্লায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৩:৫৮
জেলার সকল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ছবি : বাসস

কুমিল্লা, ১১ আগস্ট ২০২৫ (বাসস) : “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে জেলার সকল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

আজ কুমিল্লা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি কুমিল্লা রেঞ্জের পরিচালক মো. মাহবুবুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ অভিযান আগামী সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলবে। ফলজ, বনজ ওষুধি গাছের চারা রোপণ করা হবে। 

এ অভিযানের অংশ হিসেবে জেলার সকল উপজেলায় এবং সদর দক্ষিণ ও লালমাই উপজেলার দুটি ক্লাবে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি সকল আনসার ও ভিডিপি সদস্যকে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।

তিনি বলেন, “এই উদ্যোগের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীববৈচিত্র্যও রক্ষা পাবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া ইউক্রেনে ৫২৬টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে 
রাজবাড়িতে গ্রাম আদালত বিষয়ক সভা অনুষ্ঠিত
পাকিস্তানের সীমান্ত অঞ্চলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬
চীনে ২০২৫ সালে উষ্ণতম গ্রীষ্মকাল রেকর্ড
ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১১: ট্রাম্প
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা বন্ধ করতে পারবে না ইসরাইল: মাখোঁ
পুতিনের প্রতি ‘আমি খুব হতাশ’: ট্রাম্প
এশিয়ার বাজারে পতন, নতুন উচ্চতায় সোনার দাম 
কেরানীগঞ্জে কিশোরীকে ধর্ষণ: কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড
সামুদ্রিক সম্পদ রক্ষায় বৈশ্বিক অংশীদারিত্বের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১০