কুমিল্লায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৩:৫৮
জেলার সকল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ছবি : বাসস

কুমিল্লা, ১১ আগস্ট ২০২৫ (বাসস) : “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে জেলার সকল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

আজ কুমিল্লা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি কুমিল্লা রেঞ্জের পরিচালক মো. মাহবুবুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ অভিযান আগামী সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলবে। ফলজ, বনজ ওষুধি গাছের চারা রোপণ করা হবে। 

এ অভিযানের অংশ হিসেবে জেলার সকল উপজেলায় এবং সদর দক্ষিণ ও লালমাই উপজেলার দুটি ক্লাবে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি সকল আনসার ও ভিডিপি সদস্যকে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।

তিনি বলেন, “এই উদ্যোগের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীববৈচিত্র্যও রক্ষা পাবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ধরে রেখেছে শতভাগ পাসের সফলতা
চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী: চিফ প্রসিকিউটর
আইসিসির মাস সেরা অভিষেক ও মান্ধানা
ওনিয়ন ব্লোয়ার মেশিন ব্যবহারে ফরিদপুরে পেঁয়াজের ঘাটতি মিটবে শতভাগ
বিএফআইইউ সাবেক প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজের ১২৩ শিক্ষার্থীর সংযুক্তির আদেশ বাতিল
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ
সেমিফাইনালে থামলেন জারিফ, দ্বৈতে চ্যাম্পিয়ন ভারতীয় জুটি
সিলেটে এইচএসসিতে পাসের হার ৫১.৮৬ শতাংশ
বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সূচি ঘোষণা করল বিসিবি
১০