সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:০৩
সোমবার চৌরাস্তা মোড়ে জেলা প্রেসক্লাবের উদোগে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১১ আগস্ট ২০২৫ (বাসস): গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে চৌরাস্তা মোড়ে জেলা প্রেসক্লাবের উদোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। 

প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বাসদের সমন্বয়ক নবকুমার।

সাংবাদিক নেতৃত্ববৃন্দের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম ,দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এসএম তফিজ উদ্দিন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি স্বপন চন্দ দাস, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির  সদস্য সোহাগ হাসান জয়, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, কামারখন্দ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ।

বক্তারা, সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে জড়িতদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবি ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কার্যনিবাহী কমিটির সদস্য ও সাধারণ পরিষদের সদস্যসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ধরে রেখেছে শতভাগ পাসের সফলতা
চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী: চিফ প্রসিকিউটর
আইসিসির মাস সেরা অভিষেক ও মান্ধানা
ওনিয়ন ব্লোয়ার মেশিন ব্যবহারে ফরিদপুরে পেঁয়াজের ঘাটতি মিটবে শতভাগ
বিএফআইইউ সাবেক প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজের ১২৩ শিক্ষার্থীর সংযুক্তির আদেশ বাতিল
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ
সেমিফাইনালে থামলেন জারিফ, দ্বৈতে চ্যাম্পিয়ন ভারতীয় জুটি
সিলেটে এইচএসসিতে পাসের হার ৫১.৮৬ শতাংশ
বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সূচি ঘোষণা করল বিসিবি
১০