খাগড়াছড়িতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:৩১
খাগড়াছড়িতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। ছবি : বাসস

খাগড়াছড়ি, ১১ আগস্ট ২০২৫ (বাসস):‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে খাগড়াছড়িতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। 

এ উপলক্ষে আজ সোমবার সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা। বিশেষ অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম , রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জামায়াতে ইসলামের জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন। 

অনুষ্ঠানে বনবিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

আয়োজকরা জানান, মেলার মাধ্যমে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরা হবে এবং বনায়নে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হবে।

মেলা চলবে আগামি ১৭ আগস্ট পর্যন্ত। এতে ২৬টি স্টলে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও বনজ গাছের চারা। প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মেলার আমেজকে আরও প্রাণবন্ত করে তুলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া ইউক্রেনে ৫২৬টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে 
রাজবাড়িতে গ্রাম আদালত বিষয়ক সভা অনুষ্ঠিত
পাকিস্তানের সীমান্ত অঞ্চলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬
চীনে ২০২৫ সালে উষ্ণতম গ্রীষ্মকাল রেকর্ড
ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১১: ট্রাম্প
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা বন্ধ করতে পারবে না ইসরাইল: মাখোঁ
পুতিনের প্রতি ‘আমি খুব হতাশ’: ট্রাম্প
এশিয়ার বাজারে পতন, নতুন উচ্চতায় সোনার দাম 
কেরানীগঞ্জে কিশোরীকে ধর্ষণ: কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড
সামুদ্রিক সম্পদ রক্ষায় বৈশ্বিক অংশীদারিত্বের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১০