লক্ষ্মীপুরে ২৩ মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:০১
ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১১ আগস্ট ২০২৫ (বাসস): লক্ষ্মীপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জোড়া খুনসহ ২৩ মামলার আসামি আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এছাড়া হত্যাসহ একাধিক মামলার আসামি আল আমিনকেও গ্রেপ্তার করা হয়েছে।  

আজ সোমবার ভোরে চন্দ্রগঞ্জের উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। কদু আলমগীর (৪২) কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। আল আমিনকে সদর পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, আসামি কদু আলমগীর একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বশিকপুর ইউনিয়নে নোমান-রাকিব হত্যাসহ অন্তত ২৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশসহ যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে আল আমিনকে দুপুরে সদর থানায় হস্তান্তর করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়জুল আজীম নোমান জানান, কদু আলমগীরের বিরুদ্ধে অন্তত দুই ডজন মামলা রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, আল আমিনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অতিরিক্ত আইজি হলেন ৭ কর্মকর্তা
বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে চীনা খাইশি গ্রুপ
গাজীপুরে যৌথ অভিযান : ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৯৫ একর বনভূমি পুনরুদ্ধার
ঢাবি’র হলগুলো অস্থিতিশীল করছে ছাত্রলীগ: ছাত্রদল সভাপতি
অস্ট্রেলিয়ার লক্ষ্য হ্যাটট্রিক সিরিজ জয়: দক্ষিণ আফ্রিকা চায় সমতা
নগরবাসীর ট্যাক্স ও বিল পরিশোধে ডিএসসিসি-বিকাশ সমঝোতা স্মারকের অনুমোদন
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও সম্মাননা প্রদান
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান দুদক চেয়ারম্যানের
ছয় বছর পর পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
আবারও ওয়ানডে র‌্যাংকিংয়ের দশম স্থানে বাংলাদেশ
১০