লক্ষ্মীপুরে ২৩ মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:০১
ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১১ আগস্ট ২০২৫ (বাসস): লক্ষ্মীপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জোড়া খুনসহ ২৩ মামলার আসামি আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এছাড়া হত্যাসহ একাধিক মামলার আসামি আল আমিনকেও গ্রেপ্তার করা হয়েছে।  

আজ সোমবার ভোরে চন্দ্রগঞ্জের উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। কদু আলমগীর (৪২) কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। আল আমিনকে সদর পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, আসামি কদু আলমগীর একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বশিকপুর ইউনিয়নে নোমান-রাকিব হত্যাসহ অন্তত ২৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশসহ যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে আল আমিনকে দুপুরে সদর থানায় হস্তান্তর করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়জুল আজীম নোমান জানান, কদু আলমগীরের বিরুদ্ধে অন্তত দুই ডজন মামলা রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, আল আমিনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় শেষ সময়ে চলছে পূজার প্রস্তুতি
মির্জা ফখরুলের ভুয়া সাক্ষাৎকার ছাপিয়েছে কলকাতার ‘এই সময়’: বিএনপি
মুন্সীগঞ্জের দুর্গাপূজা ছিল বাঙ্গালীর জমিদারি যুগের সাংস্কৃতিক এক সমৃদ্ধ অধ্যায়
বাগেরহাটে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি করায় জরিমানা
ঘুমধুমে সৎ ভাইকে হত্যার ঘটনায় আটক ১
ঝিনাইদহে পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের বিশেষ ‘অ্যাপস’ চালু
জাতিসংঘ নারী সম্মেলনে বৈশ্বিক জবাবদিহিতা কাঠামো গঠনের আহ্বান শারমীন মুরশিদের
পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয়দের সঙ্গে ইরানের সাক্ষাৎ
১০