লক্ষ্মীপুরে ২৩ মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:০১
ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১১ আগস্ট ২০২৫ (বাসস): লক্ষ্মীপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জোড়া খুনসহ ২৩ মামলার আসামি আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এছাড়া হত্যাসহ একাধিক মামলার আসামি আল আমিনকেও গ্রেপ্তার করা হয়েছে।  

আজ সোমবার ভোরে চন্দ্রগঞ্জের উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। কদু আলমগীর (৪২) কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। আল আমিনকে সদর পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, আসামি কদু আলমগীর একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বশিকপুর ইউনিয়নে নোমান-রাকিব হত্যাসহ অন্তত ২৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশসহ যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে আল আমিনকে দুপুরে সদর থানায় হস্তান্তর করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়জুল আজীম নোমান জানান, কদু আলমগীরের বিরুদ্ধে অন্তত দুই ডজন মামলা রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, আল আমিনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া ইউক্রেনে ৫২৬টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে 
রাজবাড়িতে গ্রাম আদালত বিষয়ক সভা অনুষ্ঠিত
পাকিস্তানের সীমান্ত অঞ্চলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬
চীনে ২০২৫ সালে উষ্ণতম গ্রীষ্মকাল রেকর্ড
ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১১: ট্রাম্প
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা বন্ধ করতে পারবে না ইসরাইল: মাখোঁ
পুতিনের প্রতি ‘আমি খুব হতাশ’: ট্রাম্প
এশিয়ার বাজারে পতন, নতুন উচ্চতায় সোনার দাম 
কেরানীগঞ্জে কিশোরীকে ধর্ষণ: কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড
সামুদ্রিক সম্পদ রক্ষায় বৈশ্বিক অংশীদারিত্বের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১০