লক্ষ্মীপুরে ২৩ মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:০১
ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১১ আগস্ট ২০২৫ (বাসস): লক্ষ্মীপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জোড়া খুনসহ ২৩ মামলার আসামি আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এছাড়া হত্যাসহ একাধিক মামলার আসামি আল আমিনকেও গ্রেপ্তার করা হয়েছে।  

আজ সোমবার ভোরে চন্দ্রগঞ্জের উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। কদু আলমগীর (৪২) কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। আল আমিনকে সদর পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, আসামি কদু আলমগীর একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বশিকপুর ইউনিয়নে নোমান-রাকিব হত্যাসহ অন্তত ২৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশসহ যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে আল আমিনকে দুপুরে সদর থানায় হস্তান্তর করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়জুল আজীম নোমান জানান, কদু আলমগীরের বিরুদ্ধে অন্তত দুই ডজন মামলা রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, আল আমিনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ধরে রেখেছে শতভাগ পাসের সফলতা
চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী: চিফ প্রসিকিউটর
আইসিসির মাস সেরা অভিষেক ও মান্ধানা
ওনিয়ন ব্লোয়ার মেশিন ব্যবহারে ফরিদপুরে পেঁয়াজের ঘাটতি মিটবে শতভাগ
বিএফআইইউ সাবেক প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজের ১২৩ শিক্ষার্থীর সংযুক্তির আদেশ বাতিল
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ
সেমিফাইনালে থামলেন জারিফ, দ্বৈতে চ্যাম্পিয়ন ভারতীয় জুটি
সিলেটে এইচএসসিতে পাসের হার ৫১.৮৬ শতাংশ
বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সূচি ঘোষণা করল বিসিবি
১০