জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:১১
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান । ছবি : বাসস

বাগেরহাট, ১১ আগস্ট ২০২৫(বাসস):  আগামীকাল জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। এবছর যুব দিবসের প্রতিপাদ্য ‘ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত  হয়েছে। 

বাগেরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের আজ সকাল ১০টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ।

‎যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর দেওয়ান মোহাম্মদ আবুজর, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. সোহরাব হোসেন, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকসহ জেলার সাতটি যুব সংগঠনের সভাপতি ও সম্পাদকরা এসময় উপস্থিত ছিলেন।

প্রত্যাশা যুব উন্নয়ন সংস্থা, সৃজনি যুব উন্নয়ন সংস্থা, হাঙ্গার প্রজেক্ট, সুপ্তি যুব উন্নয়ন সংস্থা, সিডো বাংলাদেশ, বন্ধন যুব উন্নয়ন সংস্থা এবং ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার প্রায় ১৫০ জন সদস্য এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এছাড়া প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের (কম্পিউটার, ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও হাউস ওয়্যারিং, পোষাক তৈরি, মৎস্য চাষ) বিভিন্ন ট্রেডের আরও ১৫০ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে ডেঙ্গুর কারণ, এর ভয়াবহতা এবং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মশার প্রজননস্থল ধ্বংস করা ও জনসচেতনতা বৃদ্ধি ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। যুব সমাজকে এসব কার্যক্রমে এগিয়ে এসে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় অংশগ্রহণকারীরা যুব ভবন প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করে এবং সচেতনতামূলক বার্তা প্রচার করেন। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জনসম্পৃক্ততা আরও বাড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অতিরিক্ত আইজি হলেন ৭ কর্মকর্তা
বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে চীনা খাইশি গ্রুপ
গাজীপুরে যৌথ অভিযান : ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৯৫ একর বনভূমি পুনরুদ্ধার
ঢাবি’র হলগুলো অস্থিতিশীল করছে ছাত্রলীগ: ছাত্রদল সভাপতি
অস্ট্রেলিয়ার লক্ষ্য হ্যাটট্রিক সিরিজ জয়: দক্ষিণ আফ্রিকা চায় সমতা
নগরবাসীর ট্যাক্স ও বিল পরিশোধে ডিএসসিসি-বিকাশ সমঝোতা স্মারকের অনুমোদন
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও সম্মাননা প্রদান
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান দুদক চেয়ারম্যানের
ছয় বছর পর পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
আবারও ওয়ানডে র‌্যাংকিংয়ের দশম স্থানে বাংলাদেশ
১০