জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:১১
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান । ছবি : বাসস

বাগেরহাট, ১১ আগস্ট ২০২৫(বাসস):  আগামীকাল জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। এবছর যুব দিবসের প্রতিপাদ্য ‘ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত  হয়েছে। 

বাগেরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের আজ সকাল ১০টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ।

‎যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর দেওয়ান মোহাম্মদ আবুজর, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. সোহরাব হোসেন, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকসহ জেলার সাতটি যুব সংগঠনের সভাপতি ও সম্পাদকরা এসময় উপস্থিত ছিলেন।

প্রত্যাশা যুব উন্নয়ন সংস্থা, সৃজনি যুব উন্নয়ন সংস্থা, হাঙ্গার প্রজেক্ট, সুপ্তি যুব উন্নয়ন সংস্থা, সিডো বাংলাদেশ, বন্ধন যুব উন্নয়ন সংস্থা এবং ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার প্রায় ১৫০ জন সদস্য এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এছাড়া প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের (কম্পিউটার, ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও হাউস ওয়্যারিং, পোষাক তৈরি, মৎস্য চাষ) বিভিন্ন ট্রেডের আরও ১৫০ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে ডেঙ্গুর কারণ, এর ভয়াবহতা এবং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মশার প্রজননস্থল ধ্বংস করা ও জনসচেতনতা বৃদ্ধি ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। যুব সমাজকে এসব কার্যক্রমে এগিয়ে এসে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় অংশগ্রহণকারীরা যুব ভবন প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করে এবং সচেতনতামূলক বার্তা প্রচার করেন। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জনসম্পৃক্ততা আরও বাড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া ইউক্রেনে ৫২৬টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে 
রাজবাড়িতে গ্রাম আদালত বিষয়ক সভা অনুষ্ঠিত
পাকিস্তানের সীমান্ত অঞ্চলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬
চীনে ২০২৫ সালে উষ্ণতম গ্রীষ্মকাল রেকর্ড
ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১১: ট্রাম্প
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা বন্ধ করতে পারবে না ইসরাইল: মাখোঁ
পুতিনের প্রতি ‘আমি খুব হতাশ’: ট্রাম্প
এশিয়ার বাজারে পতন, নতুন উচ্চতায় সোনার দাম 
কেরানীগঞ্জে কিশোরীকে ধর্ষণ: কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড
সামুদ্রিক সম্পদ রক্ষায় বৈশ্বিক অংশীদারিত্বের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১০