লক্ষ্মীপুরে গ্রাম পুলিশ সদস্যদের সমাবেশ

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:০৮
সোমবার লক্ষ্মীপুরে গ্রাম পুলিশ সদস্যদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১১ আগস্ট ২০২৫(বাসস): লক্ষ্মীপুরে গ্রাম পুলিশ সদস্যদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৫ উপজেলার ৫১৩ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পোষাক বিতরণ করা হয়েছে।  

আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। 

এতে বক্তব্য দেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তিনি বলেন, স্বল্প বেতনে সরকারের সব উন্নয়ন, দুর্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহযোগিতা করে গ্রাম পুলিশ। কিন্তু তাদের চরম কষ্টে দিন কাটে। 

তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ মান উন্নয়নে কাজ করা হচ্ছে।  

সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের কাজের প্রশংসা করেন। দেশের স্বার্থে তাদের আরো জোরালোভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার মো. আকতার হোসেন। 

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ধরে রেখেছে শতভাগ পাসের সফলতা
চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী: চিফ প্রসিকিউটর
আইসিসির মাস সেরা অভিষেক ও মান্ধানা
ওনিয়ন ব্লোয়ার মেশিন ব্যবহারে ফরিদপুরে পেঁয়াজের ঘাটতি মিটবে শতভাগ
বিএফআইইউ সাবেক প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজের ১২৩ শিক্ষার্থীর সংযুক্তির আদেশ বাতিল
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ
সেমিফাইনালে থামলেন জারিফ, দ্বৈতে চ্যাম্পিয়ন ভারতীয় জুটি
সিলেটে এইচএসসিতে পাসের হার ৫১.৮৬ শতাংশ
বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সূচি ঘোষণা করল বিসিবি
১০