কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও সম্মাননা প্রদান

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭:৩৯
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও সম্মাননা প্রদান। ছবি : বাসস

কুষ্টিয়া, ১১ আগস্ট ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও জুলাই আহত সাংবাদিকদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

আজ সোমবার কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজ এর আয়োজনে শহরের চিলিস ফুড পার্কে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জুলাই শহিদদের স্মরণে একমিনিট নিরবতা পালনা করা হয়। 

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক তৌফিক হোসেন।

কইউজে’র দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেইউজে’র সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র আবু বকর সিদ্দীক প্রমুখ।

এ অনুষ্ঠানে কুষ্টিয়ায় কর্মরত ৬ জন জুলাই আহত যোদ্ধা দৈনিক হাওয়া পত্রিকার শহর প্রতিনিধি আশরাফুল ইসলাম অনিক, গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সামিউল আজিম, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার খন্দকার সোহেল টানু, দৈনিক সময়ের কাগজের সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দীক, দৈনিক সত্যখবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম ও দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহফুজ উর রহমানকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, আমি প্রথমে জুলাই আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাসহ সকলের প্রতি সম্মান নিবেদন করছি। একজন মা হয়তো জানতো তার ছেলে আর নাও ফিরতে পারে, তাও তিনি তার আদরের সন্তানকে আন্দোলনে পাঠিয়েছে। 

গণঅভ্যুত্থানে সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা প্রকৃত সত্য তথ্য চিত্র তুলে ধরেছেন। 

বিশেষ অতিথির বক্তব্যে তৌফিক হোসেন বলেন, জুলাই আন্দোলনে দোলনার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত জীবন দিয়েছে। শুধু বাংলাদেশ নয় আমাদের প্রবাসী সাংবাদিকরাও জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য তুহিন আহমেদ, নাব্বির আল নাফিজ, মিরাজুল ইসলামসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
মাদারীপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ
১৭ই আগস্ট থেকে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে : খাদ্য উপদেষ্টা
তিনশ’ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ওবায়দুল কাদের সাইকোপ্যাথ, হাসিনা ছিল রক্তখেকো : শিবির সভাপতি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪
নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড 
সাক্ষী হয়ে আসামিদের ফাঁসি চাইলেন শহীদ আনাসের বাবা
১০