সাতক্ষীরায় গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ 

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:২২
আজ সাতক্ষীরায় গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ  । ছবি : বাসস

সাতক্ষীরা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে আজ সোমবার দুপুরে সাতক্ষীরা সিটি কলেজে এটি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান।

প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. শাহাবুদ্দিন এবং মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

প্রধান প্রশিক্ষক আতিকুর রহমান পেশাজীবী চালকদের উদ্দেশ্যে বলেন, যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। যানবাহন পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিটি যাত্রীবাহী গাড়িতে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে। নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে। 

তিনি আরো বলেন, সড়ক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি যাত্রীসেবার মানও উন্নত করতে হবে। এছাড়া, চালকদের মধ্যে সচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনার হার কমবে। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ১৪১ জন চালক অংশগ্রহণ করেন। তারা প্রশিক্ষণ শেষে নিজেদের কাজের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাঁচ শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল সবার যৌথ লড়াই: বরকত উল্লাহ বুলু
জ্বালানি উৎপাদনে চসিক মেয়রের সঙ্গে জাপান প্রতিনিধি দলের বৈঠক
পাকিস্তানে খাল সংস্কারকালে ভূমিধসে নিহত ৭
সাতক্ষীরায় মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সমাবেশ  
বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 
চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১ নভেম্বর
রাজধানীতে হজ ও ওমরা মেলার আয়োজন করছে হাব
আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাবলিক টয়লেট ব্যবস্থাপনা উন্নয়নে ডিএনসিসি ও ওয়াটারএইড-এর মধ্যে এমওইউ স্বাক্ষর
১০