সাতক্ষীরায় গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ 

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:২২
আজ সাতক্ষীরায় গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ  । ছবি : বাসস

সাতক্ষীরা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে আজ সোমবার দুপুরে সাতক্ষীরা সিটি কলেজে এটি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান।

প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. শাহাবুদ্দিন এবং মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

প্রধান প্রশিক্ষক আতিকুর রহমান পেশাজীবী চালকদের উদ্দেশ্যে বলেন, যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। যানবাহন পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিটি যাত্রীবাহী গাড়িতে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে। নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে। 

তিনি আরো বলেন, সড়ক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি যাত্রীসেবার মানও উন্নত করতে হবে। এছাড়া, চালকদের মধ্যে সচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনার হার কমবে। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ১৪১ জন চালক অংশগ্রহণ করেন। তারা প্রশিক্ষণ শেষে নিজেদের কাজের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হুথিদের
তেজপাতার বাগান করে সফল দিনাজপুরের রহমত আলী
আন্দোলনে গুলিবর্ষণ : যুবলীগ নেতা বুলবুল চট্টগ্রাম নগরে গ্রেপ্তার
যশোরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু, বোন হাসপাতালে
কাল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার 
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,০১৬টি মামলা
আগাম বৃষ্টিতে বাগেরহাটে আউশের ব্যাপক ফলন
ডেইরি উন্নয়ন বোর্ড গঠনে প্রজ্ঞাপন জারি
১০