মুন্সীগঞ্জে ইজিবাইকসহ ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:৪২

মুন্সীগঞ্জ, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে আন্ত:জেলা ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৬ টি ইজিবাইক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল আব্দুল্লাহ (৩২), মোঃ জামাল হোসেন (৪০), ইমরান হোসেন (৪৫), মোঃ হ্নদয় শেখ (২৫), পলাশ পাঠান (৩৫) , মোঃ বিধান (৪৭) এবং মোঃ সুমন (৩৮)।

রুবেল ওরফে আব্দুল্লাহ ঢাকা শ্যামপুরের কালো মিয়ার ছেলে, জামাল নবাবগঞ্জ উপজেলার মৃত রুস্তম আলীর ছেলে, ইমরান দোহার উপজেলার নোয়াব আলীর ছেলে, হৃদয় শেখ শ্রীনগর উপজেলার দেউল ভোগের ইউসুফ শেখের ছেলে, পলাশ ভাগ্যকুলের সাইফ পাঠানের ছেলে, বিধান উপজেলার নুরুল ইসলামের ছেলে এবং সুমন কেরানীগঞ্জ উপজেলার ইউনুস খলিফার ছেলে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার আজ সোমবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ রোববার শ্রীনগর থানার পাটাভোগএলাকা থেকে রুবেল, জামাল ও ইমরানকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হৃদয়, পলাশ ও বিধানকে ছিনতাইকরা ২টি ইজিবাইকসহ গ্রেপ্তার করা হয়।  

ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে  গ্যারেজের মালিক সুমনকে গ্রেপ্তার করা হয়। তার গ্যারেজ থেকে ৪টি চোরাই ইজিবাইক এবং ২টি অটোরিকশার চেসিস জব্দ করা হয়। 

তিনি বলেন, ইজিবাইক ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে ছিনতাই ও ইজিবাইকচালক হত্যার কাজে জড়িত ছিল।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাঁচ শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল সবার যৌথ লড়াই: বরকত উল্লাহ বুলু
জ্বালানি উৎপাদনে চসিক মেয়রের সঙ্গে জাপান প্রতিনিধি দলের বৈঠক
পাকিস্তানে খাল সংস্কারকালে ভূমিধসে নিহত ৭
সাতক্ষীরায় মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সমাবেশ  
বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 
চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১ নভেম্বর
রাজধানীতে হজ ও ওমরা মেলার আয়োজন করছে হাব
আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাবলিক টয়লেট ব্যবস্থাপনা উন্নয়নে ডিএনসিসি ও ওয়াটারএইড-এর মধ্যে এমওইউ স্বাক্ষর
১০