সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:৪৩
ছবি: বাসস

সাতক্ষীরা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস): গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করা হয়েছে।  

আজ সোমবার সকাল ১০টায় তালা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু মানববন্ধন ও প্রতিবাদ সভা সঞ্চালনা করেন। 

সভায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস এম লিয়াকত হোসেন, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দার প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় জনগণের সামনে সত্য তুলে ধরতে কাজ করেন। কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। তাই সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানাই।

মানববন্ধনে তালা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ
মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫
হাসিনা, রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে দুদকের ৩ মামলা: ডিএসসিসির ৯ কর্মকর্তার সাক্ষ্য
জাপানে নতুন জোট গঠনের জন্য বিরোধী দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় তাকাইচি
নওগাঁয় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত
ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প 
এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা প্রাপ্য মার্কই পেয়েছে: শিক্ষা উপদেষ্টা
রুশ তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন মোদি: ট্রাম্প
জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
১০