সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:৪৩
ছবি: বাসস

সাতক্ষীরা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস): গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করা হয়েছে।  

আজ সোমবার সকাল ১০টায় তালা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু মানববন্ধন ও প্রতিবাদ সভা সঞ্চালনা করেন। 

সভায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস এম লিয়াকত হোসেন, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দার প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় জনগণের সামনে সত্য তুলে ধরতে কাজ করেন। কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। তাই সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানাই।

মানববন্ধনে তালা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে মাদক কারবারি আটক 
২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
জামালপুর জেলা বিএনপি’র কমিটি ঘোষণা : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন
টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর মোহনপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
ডাকসু নির্বাচন সংক্রান্ত মামলা আজ আপিল বিভাগে কার্যতালিকার এক নম্বরে
মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
১০