সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:৪৩
ছবি: বাসস

সাতক্ষীরা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস): গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করা হয়েছে।  

আজ সোমবার সকাল ১০টায় তালা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু মানববন্ধন ও প্রতিবাদ সভা সঞ্চালনা করেন। 

সভায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস এম লিয়াকত হোসেন, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দার প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় জনগণের সামনে সত্য তুলে ধরতে কাজ করেন। কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। তাই সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানাই।

মানববন্ধনে তালা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাঁচ শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল সবার যৌথ লড়াই: বরকত উল্লাহ বুলু
জ্বালানি উৎপাদনে চসিক মেয়রের সঙ্গে জাপান প্রতিনিধি দলের বৈঠক
পাকিস্তানে খাল সংস্কারকালে ভূমিধসে নিহত ৭
সাতক্ষীরায় মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সমাবেশ  
বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 
চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১ নভেম্বর
রাজধানীতে হজ ও ওমরা মেলার আয়োজন করছে হাব
আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাবলিক টয়লেট ব্যবস্থাপনা উন্নয়নে ডিএনসিসি ও ওয়াটারএইড-এর মধ্যে এমওইউ স্বাক্ষর
১০