ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড 

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৯:০৪

ফরিদপুর, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ স্ত্রীকে পুড়িয়ে হত্যায় দায়ে রয়েল মণ্ডল (৪৬) নামের একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিনবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর ১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় প্রদান করেন।  

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী রয়েল মণ্ডল ফরিদপুর জেলার সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মন্ডলের ছেলে। 

রায় প্রদানের সময় আসামী রয়েল মণ্ডল আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মন্ডলের ছেলের সাথে একই উপজেলার কৈজুরী ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের আ. রহিম খাঁর মেয়ে মালিনার বিয়ে হয়। দুইলাখ টাকা যৌতুকের দাবিতে মেয়েটিকে মারধরের সংবাদ পেয়ে ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারী বিকেলে মেয়েটির বাবা জামাই বাড়ি থেকে মেয়েকে আনতে যান। রাত ৮টার দিকে মেয়ে ও নাতিদের নিয়ে বের হতে গেলে আসামীরা তার মেয়ে কে জোর করে ধরে বাড়ির পাশের গম ক্ষেতে নিয়ে সারা শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় মেয়ের ডাকে চিৎকারে আশেপাশের লোক তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

অবস্থার অবনতি হলে ওই রাতেই ঢাকায় নেয়ার পথে গৃহবধু মালিনার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মালিনার বাবা আ. রহিম খাঁ ফরিদপুরের কোতোয়ালি থানায় জামাতা রয়েল মণ্ডলকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
 
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ আসামী রয়েল মণ্ডলকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিনবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আদালত অপর তিন আসামীকে খালাস দেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় শেষ সময়ে চলছে পূজার প্রস্তুতি
মির্জা ফখরুলের ভুয়া সাক্ষাৎকার ছাপিয়েছে কলকাতার ‘এই সময়’: বিএনপি
মুন্সীগঞ্জের দুর্গাপূজা ছিল বাঙ্গালীর জমিদারি যুগের সাংস্কৃতিক এক সমৃদ্ধ অধ্যায়
বাগেরহাটে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি করায় জরিমানা
ঘুমধুমে সৎ ভাইকে হত্যার ঘটনায় আটক ১
ঝিনাইদহে পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের বিশেষ ‘অ্যাপস’ চালু
জাতিসংঘ নারী সম্মেলনে বৈশ্বিক জবাবদিহিতা কাঠামো গঠনের আহ্বান শারমীন মুরশিদের
পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয়দের সঙ্গে ইরানের সাক্ষাৎ
১০