নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৯:৪৪

নেত্রকোণা, ১১ আগস্ট ২০২৫ (বাসস): জেলার আটপাড়া উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে মৌমিতা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের কৈলং গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু মৌমিতা জেলার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের কৈলং গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুরা যাতে পানিতে পড়ে না যায় সেজন্য বাড়ির সামনের পুকুরে চারপাশে নেট দিয়ে আটকনো ছিল। কিন্তু সোমবার দুপুরে বাড়ির লোকজন কাজে ব্যস্ত থাকায় ঘাটের অংশ দিয়ে শিশু মৌমিতা সবার চোখের আড়ালে পুকুরে নেমে যায়। একপর্যায়ে শিশু মৌমিতার ফুফাতো বোন শিশুটিকে ঘাটের সামনে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে বাড়ির লোকজন মৌমিতাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে মাদক কারবারি আটক 
২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
জামালপুর জেলা বিএনপি’র কমিটি ঘোষণা : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন
টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর মোহনপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
ডাকসু নির্বাচন সংক্রান্ত মামলা আজ আপিল বিভাগে কার্যতালিকার এক নম্বরে
মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
১০