নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৯:৪৪

নেত্রকোণা, ১১ আগস্ট ২০২৫ (বাসস): জেলার আটপাড়া উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে মৌমিতা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের কৈলং গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু মৌমিতা জেলার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের কৈলং গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুরা যাতে পানিতে পড়ে না যায় সেজন্য বাড়ির সামনের পুকুরে চারপাশে নেট দিয়ে আটকনো ছিল। কিন্তু সোমবার দুপুরে বাড়ির লোকজন কাজে ব্যস্ত থাকায় ঘাটের অংশ দিয়ে শিশু মৌমিতা সবার চোখের আড়ালে পুকুরে নেমে যায়। একপর্যায়ে শিশু মৌমিতার ফুফাতো বোন শিশুটিকে ঘাটের সামনে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে বাড়ির লোকজন মৌমিতাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘ক্ষুদিরামের সাহসিকতা ও দেশপ্রেম থেকে তরুণদের শিক্ষা নেওয়া উচিত’
যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের কখনো লক্ষ্যবস্তু করা যাবে না : সিপিজে
না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার সুযোগ বাতিলসহ আরপিও সংশোধনী চূড়ান্ত
পাঁচ শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল সবার যৌথ লড়াই: বরকত উল্লাহ বুলু
জ্বালানি উৎপাদনে চসিক মেয়রের সঙ্গে জাপান প্রতিনিধি দলের বৈঠক
পাকিস্তানে খাল সংস্কারকালে ভূমিধসে নিহত ৭
সাতক্ষীরায় মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সমাবেশ  
বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 
চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১ নভেম্বর
১০