লক্ষ্মীপুরের রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:১৩
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর, ১২ আগস্ট ২০২৫(বাসস): জেলার রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ  ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছে দুইজন। আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো দুইজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান। নিহত ফারুক হোসেন শরীয়তপুরের বাদশা হাওলাদারের পুত্র। তিনি পেশায় জেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফারুক হোসেন গত ৬দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া অন্য আরো দুইজনের অবস্থাও আশংকাজনক। অন্য দগ্ধরা হলেন , আবুল খায়ের (৩২) ও গনি খাঁ (৫০)। আবুল খায়েরের ৩৫ শতাংশ এবং গনি খাঁর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রামগতির মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নদীতে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে নৌকায় থাকা ৬ জেলে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চারজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  ভর্তি করা হয়।  এদের মধ্যে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন মারা যান। অন্য দগ্ধরা এখনো চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধ: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল ১২ নভেম্বর
হাসিনার আইনজীবী হতে পান্নার আবেদনে ট্র্যাইব্যুনাল বললেন ‘ট্রেন স্টেশন ছেড়ে গেছে’
খাদ্য মজুদ ইতিহাসের সর্বোচ্চ : খাদ্য উপদেষ্টা
পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমালো সরকার
বাগেরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিষয়ক সেমিনার
মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
পটুয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত 
এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ সেপ্টেম্বর
১০