বাগেরহাট, ১২ আগস্ট ২০২৫ (বাসস) : বাগেরহাটে দুইদিনব্যাপী মাধ্যমিক স্তরের ছয়’শ শিক্ষককে গণিত ও ইংরেজি বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
গত রোববার ও সোমবার লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলার ৯ উপজেলার ৩শ শিক্ষক রোববার গণিত এবং অপর ৩শ শিক্ষক সোমবার ইংরেজি বিষয়ের ওপর প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে সহায়ক ও প্রশিক্ষক ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিসিপ্লিন প্রফেসর মো. সামিউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চেয়ারপার্সন ড. তাজিন আজিজ চৌধুরী, লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চার্টার্ড একাউন্টেন্ট. সি.পি.এ মার্কিন যুক্তরাষ্ট্র মো. রফিকুল ইসলাম
চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) বিশ্বজিৎ কুমার ঢালী জানান, দক্ষতা উন্নয়নে এ প্রশিক্ষণ আমাদের সহায়ক হিসাবে কাজ করেছে এবং আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে।