বরিশালে পাবলিক ও প্রাইভেট উভয় পরিসরেই নারীরা এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৩
ছবি : বাসস

শুভব্রত দত্ত

বরিশাল, ১২ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার ১০টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার প্রায় বহুল অংশে বিগত বছরে পাবলিক ও প্রাইভেট উভয় পরিসরেই যুব নারীদের পদচারণা আজ দৃশ্যমান। তারা এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। যুব নারীদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে’র সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন দিক-নিদের্শনায় উদীয়মান, সম্ভাবনাময় যুব নারী ও যুবকদের নিয়ে জেলা যুব উন্নয়ন কাজ করছে। পৃথকভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন ট্রেড’র মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে থাকে। বেকার যুবদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, প্রশিক্ষিত যুবদের আত্ম-কর্মসংস্থান ও যুব ঋণ প্রকল্প, মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। 

প্রশিক্ষণগুলো মধ্যে অন্যতম হচ্ছে, কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন, প্রফেশনাল গ্রাফিক্স ও ডিজাইনার, ইলেকট্রিকাল হাউজ ওয়্যারিং, মোবাইল ফোন সার্ভিসিং, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এমব্রয়ডারি মেশিন অপারেটর অ্যান্ড মেইনটেন্যান্স, বিউটিফিকেশন, গৃহপালিত গবাদি পশু পালনসহ বহুবিদ প্রশিক্ষণ প্রদান করে থাকে। এছাড়াও, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর’র বর্তমান সরকারের যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের দিক-নিদের্শনায় বিভিন্ন সময়ে নতুন নতুন প্রশিক্ষণ কোর্স চালু করে আসছে।

এ বিষয়ে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী বিউটিশিয়ান মোসা. সালমা আক্তার বাসস’কে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রথমে আমি বিউটিফিকেশন ও বুটিক্স-এর ওপর প্রশিক্ষণ গ্রহণ করি। এরপর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে স্বল্প মেয়াদি একটি ঋণ নিয়ে ভেনাস বিউটি পার্লার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলি। বর্তমানে ভেনাস বিউটি পার্লার নামে দুটি পার্লার রয়েছে। পাশাপাশি একইসাথে একটি বুটিক্স হাউজ প্রকল্প পরিচালনা করছি। তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে সর্বমোট ১০ জন যুব নারীর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এছাড়াও আমি বরিশাল সমবায় ট্রেনিং ইন্সটিটিউট ও একাধিক এনজিওতে অতিথি প্রশিক্ষক হিসেবে কাজ করে আসছি। 

এ প্রসঙ্গে আলাপকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে’র পরিচালক মো. শামিম চৌধুরী বাসস’কে বলেন, বেকার যুবক ও যুব নারী তরুণদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, প্রয়োজনীয় দিক-নির্দেশনা, জ্ঞান ও দক্ষতা প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে।

বরিশাল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নারী উন্নয়ন ও সমতার লক্ষ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (গউএ) ও দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (ঘঝঅচজ) আলোকে নারীর উন্নয়নে কাজ করছি আমরা। দেশের প্রায় অধিকাংশ জেলার ন্যায় পাবলিক ও প্রাইভেট উভয় পরিসরেই নারীর পদচারণা আজ প্রায় দৃশ্যমান। বিগত যে কোনো সময়ের চাইতে নারীরা আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, নারীদের সার্বিক উন্নয়নে স্বল্প মেয়াদি বিভিন্ন ট্রেড’র মাধ্যমে দেয়া প্রশিক্ষণগুলোর মধ্যে রয়েছে, দর্জী বিজ্ঞান, মোবাইল সার্ভিসিং, মাসরুম, বিউটিফিকেশনসহ একাধিক।

এ প্রসঙ্গে আলাপকালে বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি বাসসকে বলেন, নারীদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম, বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রাপ্ত বিত্তহীন ও দরিদ্র মহিলাদের উৎপাদনমূখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। এছাড়াও বর্তমান সরকারের বিভিন্ন দিক-নিদের্শনায় নারীদের উন্নয়নে বরিশাল মহিলাবিষয়ক অধিদপ্তর’র কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
১০