যুব দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৩:০৩
ছবি: বাসস

সুনামগঞ্জ, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।

পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। দুপুরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলম। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাফর ইকবাল চৌধুরী, গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহেমদ শিহাব, যুব সংগঠক শাহ আলম, মঞ্জুর আহমদ।

সভা সঞ্চালনা করেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী লাভলী সরকার লাবন্য  ও সদর উপজেলা যুব ফোরামের আহবায়ক স্বর্ণালি আক্তার রিমা। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের ৮ যুব সগঠনকে সনদপত্র, ক্রেস্ট ও যুব পুরস্কার প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
১০