যুব দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৩:০৩
ছবি: বাসস

সুনামগঞ্জ, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।

পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। দুপুরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলম। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাফর ইকবাল চৌধুরী, গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহেমদ শিহাব, যুব সংগঠক শাহ আলম, মঞ্জুর আহমদ।

সভা সঞ্চালনা করেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী লাভলী সরকার লাবন্য  ও সদর উপজেলা যুব ফোরামের আহবায়ক স্বর্ণালি আক্তার রিমা। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের ৮ যুব সগঠনকে সনদপত্র, ক্রেস্ট ও যুব পুরস্কার প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস
অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক মাধ্যম 
লালমনিরহাটে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ
জাতিসংঘের জলবায়ু আলোচনায় চীনের গুরুত্ব 
গাজায় ইসরাইলের হামলায় নিহত ১৫
সামাজিক উদ্ভাবন বিষয়ক বৈঠকে প্রধান উপদেষ্টা
জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক
প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ভুয়া প্রতিবাদ ভিডিও শনাক্ত ফ্যাক্টওয়াচের
আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব
১০