হবিগঞ্জ, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে হবিগঞ্জে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখা।
আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সুর বিতান একাডেমিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
এ সময় তিনি বলেন, শিক্ষা শিশুদের মৌলিক অধিকার। জুলাই বিপ্লবে অনেক শিশুর আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু শিক্ষায় কোমলমতি শিক্ষার্থীরা বৈষ্যমের শিকার হচ্ছে। তাদের দাবি সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক।
এ সময় সংগঠনের সভাপতি মাহমুদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোছাদ্দর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আফসার, সাগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।