নানা আয়োজনে কুড়িগ্রামে যুব দিবস পালিত

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৩:৫৪
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : বাসস

কুড়িগ্রাম, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে যুব উন্নয়ন চত্বর ও হলরুমে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম যুব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-এ-খুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্কেল এসপি মমিনুল ইসলাম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদাত হোসেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক্যাল প্রশিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির পরিসংখ্যান উপস্থাপন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও কিভাবে গতিশীল করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শেষের দিকে একজন সেবা প্রত্যাশীকে ৭৫ হাজার টাকা যুব ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া পাঁচ সংগঠককে সম্মাননা স্মারক প্রদানসহ জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন প্রজাতির ৩৬টি চারা গাছরোপণ ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস
অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক মাধ্যম 
লালমনিরহাটে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ
জাতিসংঘের জলবায়ু আলোচনায় চীনের গুরুত্ব 
গাজায় ইসরাইলের হামলায় নিহত ১৫
সামাজিক উদ্ভাবন বিষয়ক বৈঠকে প্রধান উপদেষ্টা
জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক
প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ভুয়া প্রতিবাদ ভিডিও শনাক্ত ফ্যাক্টওয়াচের
আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব
১০