চট্টগ্রামে ৩ নারীসহ ৪ মাদকব্যবসায়ী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৪:১০
ছবি: বাসস

চট্টগ্রাম, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকা থেকে র‌্যাব-৭ অভিযান চালিয়ে তিন নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যায় নগরীর পূর্ব বাকলিয়ার জাহাঙ্গীর কলোনির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আনোয়ারা বেগম (৬০), ছেনোয়ারা বেগম (৪০), দিলদার বেগম (৩৫) ও আব্দুল করিম (৩৬)।

র‌্যাব-৭ জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। অভিযানে বিছানার নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, ‘উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ মঙ্গলবার সকালে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুব দিবসে সুনামগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস থেকে মাদক উদ্ধার, আটক ২
উপহাস উপেক্ষা করে সফল বগুড়ার রেজওয়ানুল
জিএম কাদের-মাহমুদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
চানখাঁরপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
দিনাজপুরের মৎস্য খামারিদের ভাগ্য বদলে দিচ্ছে দেশি টেংরার চাষ
বোর্নমাউথ থেকে ইউক্রেনিয়ান ডিফেন্ডারকে দলে নিল পিএসজি
জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধে সংশোধিত আইনে কঠোর বিধান রাখা হবে: শ্রম উপদেষ্টা
২০২৫-২৬ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা নির্ধারণ কেন্দ্রীয় ব্যাংকের
১০