চট্টগ্রামে ৩ নারীসহ ৪ মাদকব্যবসায়ী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৪:১০
ছবি: বাসস

চট্টগ্রাম, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকা থেকে র‌্যাব-৭ অভিযান চালিয়ে তিন নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যায় নগরীর পূর্ব বাকলিয়ার জাহাঙ্গীর কলোনির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আনোয়ারা বেগম (৬০), ছেনোয়ারা বেগম (৪০), দিলদার বেগম (৩৫) ও আব্দুল করিম (৩৬)।

র‌্যাব-৭ জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। অভিযানে বিছানার নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, ‘উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ মঙ্গলবার সকালে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচন শুরু
রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪
পেরুতে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষে আহত অন্তত ৭৫: প্রেসিডেন্ট
পটুয়াখালীতে জলাতঙ্ক প্রতিরোধে বেওয়ারিস কুকুরকে টিকা দেওয়া শুরু
এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল 
দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
শতভাগ পাস ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে
জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার ‘চুক্তি মানতে চায়’ হামাস : যুক্তরাষ্ট্র
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩
১০