নওগাঁ, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : নানা আয়োজনে নওগাঁয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দুুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন সম্মেলন কক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর এনামুল হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মসহ অন্যান্যরা।
পরে ১৭৬ জন যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। এ সময় তাদের দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক।