চাঁদপুর, ১২ আগস্ট, ২০২৫( বাসস) : ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে জেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহণ, যুব পুরস্কার, যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা মিলনায়তনে যুব দিবসের আলোচনা সভাসহ এসব কর্মসূচির যৌথ আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, যুবকরা দেশ ও সমাজকে বদলে দিতে পারে। বছর জুড়ে কাজের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। গত বছরের বন্যায় যুবকরা ভূমিকা রেখেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মো. হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জানান, জেলার পক্ষ থেকে ৩ জন উদ্যোক্তাকে ৪ লাখ টাকার চেক দেয়া হয়েছে। তারা হলেন ,আবু তাহের প্রধানীয়া ও মৌমিতা সাদিয়া কে মৎস্য চাষের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা করে ৩লাখ টাকা এবং মো. রাব্বি তালুকদার কে ইলেক্ট্রনিক দোকানের জন্য ১লাখ টাকা দেয়া হয়েছে।
এ ছাড়া জেলার ৮ টি উপজেলায় ৭৩ জনকে ৭২ লাখ ৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও সুধীজন উপস্থিত ছিলেন।