চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৪:৩৫
ছবি: বাসস

চাঁদপুর, ১২ আগস্ট, ২০২৫( বাসস) :  ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে জেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহণ, যুব পুরস্কার, যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা মিলনায়তনে যুব দিবসের আলোচনা সভাসহ এসব কর্মসূচির যৌথ আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, যুবকরা দেশ ও সমাজকে বদলে দিতে পারে। বছর জুড়ে কাজের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। গত বছরের বন্যায় যুবকরা ভূমিকা রেখেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মো. হাসানের  সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জানান, জেলার পক্ষ থেকে ৩ জন উদ্যোক্তাকে ৪ লাখ টাকার চেক দেয়া হয়েছে। তারা হলেন ,আবু তাহের প্রধানীয়া ও মৌমিতা সাদিয়া কে মৎস্য চাষের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা  করে ৩লাখ টাকা এবং মো. রাব্বি তালুকদার কে ইলেক্ট্রনিক দোকানের জন্য ১লাখ টাকা দেয়া হয়েছে। 

এ ছাড়া  জেলার ৮ টি উপজেলায় ৭৩ জনকে ৭২ লাখ ৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা ও  উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত  যুবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস
অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক মাধ্যম 
লালমনিরহাটে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ
জাতিসংঘের জলবায়ু আলোচনায় চীনের গুরুত্ব 
গাজায় ইসরাইলের হামলায় নিহত ১৫
সামাজিক উদ্ভাবন বিষয়ক বৈঠকে প্রধান উপদেষ্টা
জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক
প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ভুয়া প্রতিবাদ ভিডিও শনাক্ত ফ্যাক্টওয়াচের
আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব
১০