চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৪:৩৫
ছবি: বাসস

চাঁদপুর, ১২ আগস্ট, ২০২৫( বাসস) :  ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে জেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহণ, যুব পুরস্কার, যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা মিলনায়তনে যুব দিবসের আলোচনা সভাসহ এসব কর্মসূচির যৌথ আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, যুবকরা দেশ ও সমাজকে বদলে দিতে পারে। বছর জুড়ে কাজের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। গত বছরের বন্যায় যুবকরা ভূমিকা রেখেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মো. হাসানের  সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জানান, জেলার পক্ষ থেকে ৩ জন উদ্যোক্তাকে ৪ লাখ টাকার চেক দেয়া হয়েছে। তারা হলেন ,আবু তাহের প্রধানীয়া ও মৌমিতা সাদিয়া কে মৎস্য চাষের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা  করে ৩লাখ টাকা এবং মো. রাব্বি তালুকদার কে ইলেক্ট্রনিক দোকানের জন্য ১লাখ টাকা দেয়া হয়েছে। 

এ ছাড়া  জেলার ৮ টি উপজেলায় ৭৩ জনকে ৭২ লাখ ৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা ও  উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত  যুবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
১০