রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৪:৫৫
ছবি: বাসস

রাজবাড়ী, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। 

মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরে’র যৌথ উদ্যোগে আয়োজিত "প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এ প্রতিপাদ্যে পালিত হয় যুব দিবস।

জুলাই অভ্যুত্থানে শহীদের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠান শুরু হয়।
যুবকদের মধ্যে বিভিন্ন ট্রেডে দক্ষ ১৫ জন যুবকের মধ্যে ১২ লাখ টাকার ঋণের  চেক এবং সেলাই মেশিন চালনায় দক্ষ  এমন ৩ জন শিক্ষার্থী মহিলার মধ্যে সনদ পত্র প্রদান করা হয়। 

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবব্রত কুমার। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। 

জেলা প্রশাসক যুবকদেরকে প্রযুক্তির মাধ্যমে আত্মনির্ভরশীল  হয়ে গড়ে উঠতে যুবকদের শপথ  বাক্য পাঠ করান।

এসময় যুব উন্নয়ন কমপ্লেক্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন, জেলা প্রশাসক।

এসময় তিনি বলেন, আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত, আমাদের রাজবাড়ীর যুবক মিজানুর রহমান মিলন। সে রাজবাড়ী জেলা সদরের একজন সফল উদ্যোক্তা। তিনি মাত্র দুই লাখ টাকা যুব উন্নয়ন থেকে ঋণ নিয়ে আজ প্রায় ২ কোটি টাকার মালিক। দক্ষতা, যোগ্যতা, মেধা এবং কঠোর পরিশ্রমে সফলতা একদিন আসবেই। আমাদের বেকার যুবকদের জন্য সে একজন দৃষ্টান্ত। এখন সে আট শতাংশ জমি থেকে ৫ হাজার লেয়ার মুরগির মালিক হয়েছেন।

মিজান বাসস’কে জানান, আমার বিশ্বাস, সততা, কঠোর পরিশ্রম মানুষের সৌভাগ্যের চাবি কাঠি। তিনি জানান, মাত্র ৮ শতাংশ  জমিতে কার্যক্রম শুরু করেছিলাম। মাছ চাষ, মুরগির খামার ও সবজি চাষে প্রতি মাসে ৯০/৯৫ হাজার টাকা লেবার পেমেন্ট দেই। ১০ জন যুবক আমার খামারে কাজ করেন। তিনি আরও বলেন, এসব ব্যবসার আয় থেকে এখন তিন একর জমির মালিক আমি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন
জবির মার্কেটিং বিভাগে আত্ম-উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০