বাগেরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৫:৪৩

‎বাগেরহাট, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। 

আজ জেলা যুব ভবনে দিনব্যাপী সমাবেশ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণ চেক বিতরণ, বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। শুরুতে যুবদের নিয়ে শপথ বাক্য পাঠ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের তথ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।



অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর জেলার ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর দেওয়ান মোহাম্মদ আবুজর। পরে উপ-পরিচালক মো. আব্দুল কাদের প্রেজেন্টেশনের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এসময় জেলার সফল উদ্যোক্তারা তাদের সাফল্যের গল্প শোনান। তাদের মধ্যে ছিলেন ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থা, রামপালের সভাপতি মো. সোহানুর রহমান, পথপ্রদর্শক যুব উন্নয়ন সংস্থা, মোংলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী  এবং সফল আত্মকর্মী রুবেল হোসেন, সাবিনা ইয়াসমিন ও নাসরিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম। এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা  জামায়াতে ইসলামী আমীর মো, মাওলানা রেজাউল করিম উপস্থিত ছিলেন।

কর্মসূচির শেষে প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। ‎

এদিকে জেলার  মোল্লাহাটে ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস  উপলক্ষে আলোচনা সভা, সনদ ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১২টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লা লিগা শুরুর আগে পাঁচটি আলোচিত বিষয়
শব্দ, বায়ু ও পলিথিন দূষণের বিরুদ্ধে দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান
সচিবালয়ের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত নির্দেশনা
পিরোজপুরে মাল্টা সংগ্রহ ও বিপণন বিষয়ে মতবিনিময় সভা  
বেলুচিস্তানে জঙ্গি হামলায় ৯ পাকিস্তানি সেনা নিহত 
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৩৪
নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাজায় ইসরাইলি দখলদারিত্বের পূর্বে চিকিৎসা সরঞ্জাম চায় ডাব্লিউএইচও
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা সম্প্রসারণের আহ্বান প্রধান উপদেষ্টার
১০