বাগেরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৫:৪৩

‎বাগেরহাট, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। 

আজ জেলা যুব ভবনে দিনব্যাপী সমাবেশ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণ চেক বিতরণ, বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। শুরুতে যুবদের নিয়ে শপথ বাক্য পাঠ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের তথ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।



অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর জেলার ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর দেওয়ান মোহাম্মদ আবুজর। পরে উপ-পরিচালক মো. আব্দুল কাদের প্রেজেন্টেশনের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এসময় জেলার সফল উদ্যোক্তারা তাদের সাফল্যের গল্প শোনান। তাদের মধ্যে ছিলেন ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থা, রামপালের সভাপতি মো. সোহানুর রহমান, পথপ্রদর্শক যুব উন্নয়ন সংস্থা, মোংলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী  এবং সফল আত্মকর্মী রুবেল হোসেন, সাবিনা ইয়াসমিন ও নাসরিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম। এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা  জামায়াতে ইসলামী আমীর মো, মাওলানা রেজাউল করিম উপস্থিত ছিলেন।

কর্মসূচির শেষে প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। ‎

এদিকে জেলার  মোল্লাহাটে ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস  উপলক্ষে আলোচনা সভা, সনদ ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১২টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে আওয়ামী লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার
জুলাই যোদ্ধাসহ ১ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
ভোলার মেঘনায় ডুবে যাওয়া কাঁচামালবাহী জাহাজ চারদিনেও উদ্ধার হয়নি
শিশুদের কাছে অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে ব্রিটেন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক স্বাক্ষর
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর
কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগ কাল শুরু
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
কিশোরের আত্মহত্যার পর চ্যাটজিপিটিতে আসছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’
সাতক্ষীরায় পশুপালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ
১০