মুন্সীগঞ্জ, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার লৌহজংয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করায় একটি আইসক্রিম কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লৌহজংয়ের নাগেরহাট এলাকায় বাজার মনিটরিং করে।এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করার দায়ে ঈশা আইসক্রিম কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম।