বার্ডে দুগ্ধজাত পণ্য বিপণন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৬:২২
কুমিল্লা বার্ড। ফাইল ছবি

কুমিল্লা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

১০ দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিন মঙ্গলবার বার্ড মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার যুগ্মসচিব সুব্রত কুমার সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ প্রশিক্ষণ কোর্সের মূল লক্ষ্য হলো দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম ও কর্মপরিকল্পনা, দুগ্ধজাত পণ্যের বিপণন কৌশল, চ্যালেঞ্জ মোকাবিলা, ডেইরি পণ্যের মাইক্রোবায়োলজিক্যাল বৈশিষ্ট্য ও আধুনিক প্রসেসিং প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধি করা।

তিনি বলেন, আশা করি অংশগ্রহণকারীরা প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে দেশের দুগ্ধ শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন এবং পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা।

এ প্রশিক্ষণ কোর্সের পরিচালক ছিলেন ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা, সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপপরিচালক মিজ রাখি নন্দী। সহকারী কোর্স পরিচালক ছিলেন সহকারী পরিচালক মো. সালেহ আহমেদ।

‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় গত ৩ থেকে ১২ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্সে দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে আগ্রহী ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

কোর্স চলাকালীন তাদের ব্যবহারিক প্রশিক্ষণ ও বিপণন কৌশল বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই যোদ্ধাসহ ১ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
ভোলার মেঘনায় ডুবে যাওয়া কাঁচামালবাহী জাহাজ চারদিনেও উদ্ধার হয়নি
শিশুদের কাছে অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে ব্রিটেন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক স্বাক্ষর
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর
কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগ কাল শুরু
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
কিশোরের আত্মহত্যার পর চ্যাটজিপিটিতে আসছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’
সাতক্ষীরায় পশুপালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ
 রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হাজারো মানুষ বিদ্যুৎহীন
১০