ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৬:২৭
ছবি: বাসস

ঠাকুরগাঁও, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ স্লোগানে ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক সভাকক্ষে আলোচনা সভা ও শপথ পাঠ করানো হয়।  এ সময় ৮২ জন কম্পিউটার ও আইসিটি এপ্লিকেশন প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ এবং ২৩ জন সফল আত্মকর্মীর মধ্যে ৩১ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মনসুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারজানা ইশরাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর শাহীন আরা সুলতানা গণি।

অনুষ্ঠানে জেলা যুব উন্নয়নের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ছাত্রছাত্রীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবশেষে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে ৩৬ জুলাই শহীদদের স্মরণে ৩৬টি বনজ ও ফলজ বৃক্ষরোপণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস
অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক মাধ্যম 
লালমনিরহাটে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ
জাতিসংঘের জলবায়ু আলোচনায় চীনের গুরুত্ব 
গাজায় ইসরাইলের হামলায় নিহত ১৫
সামাজিক উদ্ভাবন বিষয়ক বৈঠকে প্রধান উপদেষ্টা
জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক
প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ভুয়া প্রতিবাদ ভিডিও শনাক্ত ফ্যাক্টওয়াচের
১০