ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৬:২৭
ছবি: বাসস

ঠাকুরগাঁও, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ স্লোগানে ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক সভাকক্ষে আলোচনা সভা ও শপথ পাঠ করানো হয়।  এ সময় ৮২ জন কম্পিউটার ও আইসিটি এপ্লিকেশন প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ এবং ২৩ জন সফল আত্মকর্মীর মধ্যে ৩১ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মনসুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারজানা ইশরাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর শাহীন আরা সুলতানা গণি।

অনুষ্ঠানে জেলা যুব উন্নয়নের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ছাত্রছাত্রীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবশেষে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে ৩৬ জুলাই শহীদদের স্মরণে ৩৬টি বনজ ও ফলজ বৃক্ষরোপণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুল 
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত
১০