রাজশাহীতে হিমাগারে ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে সিআইডি

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ১২ আগস্ট ২০২৫, ১৭:১৫

রাজশাহী, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহীর মোহনপুরে ‘দেশ কোল্ডস্টোর’ হিমাগারে ডাকাতির ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন মো. সাজেদুল ইসলাম এবং মো. রুবেল।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক  সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৭ আগস্ট রাত দেড়টার দিকে আনুমানিক ৩০ থেকে ৩৫ জনের একটি  ডাকাত দল দেশীয় অস্ত্রসহ গাঙ্গোপাড়া গ্রামের ‘দেশ কোল্ডস্টোর’ এ হামলা চালায়। তারা হিমাগারের প্রধান ফটকের তালা ভেঙে প্রবেশ করে প্রথমে নিরাপত্তারক্ষীদের হাত-পা ও চোখ বেঁধে জিম্মি করে। এরপর লেবার কোয়ার্টারে ঢুকে ঘুমন্ত ১৮ জন শ্রমিককেও একইভাবে জিম্মি করে রুমে আটকে রাখে। ডাকাতরা প্রতিষ্ঠানটির অফিস কক্ষসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়ে নগদ ৩ লাখ ৩৩ হাজার টাকা, যন্ত্রপাতি ও যন্ত্রাংশসহ ৬৩ লাখ টাকার মালামাল লুট করে ট্রাকে করে নিয়ে যায়।

এতে আরও বলা হয়, মামলা দায়েরে পর সিআইডির এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই আসামিকে ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ী থেকে গ্রেফতার করা হয়।

ডাকাতির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই যোদ্ধাসহ ১ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
ভোলার মেঘনায় ডুবে যাওয়া কাঁচামালবাহী জাহাজ চারদিনেও উদ্ধার হয়নি
শিশুদের কাছে অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে ব্রিটেন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক স্বাক্ষর
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর
কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগ কাল শুরু
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
কিশোরের আত্মহত্যার পর চ্যাটজিপিটিতে আসছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’
সাতক্ষীরায় পশুপালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ
 রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হাজারো মানুষ বিদ্যুৎহীন
১০