রাজশাহীতে হিমাগারে ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে সিআইডি

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ১২ আগস্ট ২০২৫, ১৭:১৫

রাজশাহী, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহীর মোহনপুরে ‘দেশ কোল্ডস্টোর’ হিমাগারে ডাকাতির ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন মো. সাজেদুল ইসলাম এবং মো. রুবেল।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক  সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৭ আগস্ট রাত দেড়টার দিকে আনুমানিক ৩০ থেকে ৩৫ জনের একটি  ডাকাত দল দেশীয় অস্ত্রসহ গাঙ্গোপাড়া গ্রামের ‘দেশ কোল্ডস্টোর’ এ হামলা চালায়। তারা হিমাগারের প্রধান ফটকের তালা ভেঙে প্রবেশ করে প্রথমে নিরাপত্তারক্ষীদের হাত-পা ও চোখ বেঁধে জিম্মি করে। এরপর লেবার কোয়ার্টারে ঢুকে ঘুমন্ত ১৮ জন শ্রমিককেও একইভাবে জিম্মি করে রুমে আটকে রাখে। ডাকাতরা প্রতিষ্ঠানটির অফিস কক্ষসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়ে নগদ ৩ লাখ ৩৩ হাজার টাকা, যন্ত্রপাতি ও যন্ত্রাংশসহ ৬৩ লাখ টাকার মালামাল লুট করে ট্রাকে করে নিয়ে যায়।

এতে আরও বলা হয়, মামলা দায়েরে পর সিআইডির এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই আসামিকে ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ী থেকে গ্রেফতার করা হয়।

ডাকাতির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুল 
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত
১০