রাজশাহীতে হিমাগারে ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে সিআইডি

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ১২ আগস্ট ২০২৫, ১৭:১৫

রাজশাহী, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহীর মোহনপুরে ‘দেশ কোল্ডস্টোর’ হিমাগারে ডাকাতির ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন মো. সাজেদুল ইসলাম এবং মো. রুবেল।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক  সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৭ আগস্ট রাত দেড়টার দিকে আনুমানিক ৩০ থেকে ৩৫ জনের একটি  ডাকাত দল দেশীয় অস্ত্রসহ গাঙ্গোপাড়া গ্রামের ‘দেশ কোল্ডস্টোর’ এ হামলা চালায়। তারা হিমাগারের প্রধান ফটকের তালা ভেঙে প্রবেশ করে প্রথমে নিরাপত্তারক্ষীদের হাত-পা ও চোখ বেঁধে জিম্মি করে। এরপর লেবার কোয়ার্টারে ঢুকে ঘুমন্ত ১৮ জন শ্রমিককেও একইভাবে জিম্মি করে রুমে আটকে রাখে। ডাকাতরা প্রতিষ্ঠানটির অফিস কক্ষসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়ে নগদ ৩ লাখ ৩৩ হাজার টাকা, যন্ত্রপাতি ও যন্ত্রাংশসহ ৬৩ লাখ টাকার মালামাল লুট করে ট্রাকে করে নিয়ে যায়।

এতে আরও বলা হয়, মামলা দায়েরে পর সিআইডির এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই আসামিকে ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ী থেকে গ্রেফতার করা হয়।

ডাকাতির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
১০